এসো এই গাঁয়ে

হালিম নজরুল ১০ নভেম্বর ২০১৯, রবিবার, ০৮:২০:৫৪অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

মাথাভাঙা নদী ডানে, বায়ে এক বিল,
ঘুঘু, শ্যামা, দোয়েল ওড়ে, ওড়ে গাঙচিল।
মাছরাঙা, শালিক আর ডাহুকের বন,
ডাকে যেন স্বর্গের মাতা সারাক্ষণ।

আম, জাম, কাঁঠালের শ্যামল ছায়া,
সবখানে ছড়ানো অপরূপা মায়া।
নদীটি যে বয়ে চলে কুল কুল কুল,
বাঁকে বাঁকে ফুঁটে আছে রঙধনু ফুল।

ভ্রমরেরা গায় সেথা গুন গুনা গুন,
মায়ার বাঁধনে যেন হই শুধু খুন।
কদম কেয়ার বনে পাখিদের মেলা,
লুকোচুরি খেলে যেন সারাটিবেলা।

নদীটির কুলঘেষে দু’টি স্কুল,
সেইখানে ফোঁটে কত শত শত ফুল।
ডাকঘর হেঁকে যেন বলে খোকা শোনো,
এই গাঁয়ে সুখেদের ইতি নেই কোন।

বৈশাখী মেলা বসে যেই বটতলে,
প্রতি রবি-সোমবার, বুধও হাঁট চলে।
আলু, পেঁপে, কলা, মুলা, পান, সুপারি,
সব মেলে, সাথে আছে জারী-জুকারি।

বিলটির নীলজুড়ে মাছেদের ঝাঁক,
“কাছে এসো, কাছে এসো” মারে যেন হাঁক।
চিতল, কাতল, রুই, টাকি, সরপুঁটি,
বোয়ালের সাথে করে কত খুনসুটি।

মসজিদ, মন্দির, গীর্জার ধ্বনি,
একসুরে গাঁথা যেন এক হারমনি।
এইসব সুখ নিয়ে আমাদের গ্রাম,
ঐযে ডাকছে ধরে তোমাদের নাম।

এসো ভাই এসো বোন আমাদের গাঁয়ে,
নিশ্চিত ভাসাবোই সুখেদের নায়ে।
প্রতিদিন এই গাঁয়ে চাঁদ-সুরুজ ওঠে,
আনন্দ হাসি তাই চিরকাল ঠোঁটে।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ