এলো বসন্ত ,এলো ফাগুনের দিন

ইসিয়াক ১৪ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ০৪:১১:৪১অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য

হিম ভেজা সব ফুল নরম গন্ধ ছড়িয়ে দেয়।
যখন মেঘেরা অভিমান করে কুয়াশার আড়ালে লুকায়,
বসন্তের প্রথম সকালে।

কিছুকাল মান,অভিমান পর্ব শেষে,
লুকোচুরি খেলার মতো
সাঁঝবাতি নিভে গেছে,
রৌদ্রালোকের ছায়ায়।
ঝরছে টুপটাপ সববয়সী আমড়া ও মেহগনী পাতারা।
বসন্তের আগমনী বার্তায় ফোটে শিমুল পলাশ।
নববাসন্তী সাজে যুবকযুবতীরা
যৌবনের আহ্বানে বাসন্তী আবরনে খোলস বদলে নেয়,
সঙ্গী খোঁজার তালে।
পাখীরা গায় গান ,সুরে সুরে দল বেঁধে।
সরব প্রকৃতি তীব্র আবেগে হঠাৎ নিশ্চল,
শ্বাস চেপে প্রতীক্ষায় রত।
কখন নতুন প্রেমিকের দল এসে ছুঁয়ে দেবে,
বসন্তকে নবীন বরণে।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ