এলোমেলো ২

নীল রঙ ১০ এপ্রিল ২০১৪, বৃহস্পতিবার, ১১:৩২:২৬অপরাহ্ন গল্প ২৪ মন্তব্য

আজ অভিকের খুব মন খারাপ।বাইরে বৃষ্টি হচ্ছে অথচ সে বের হতে পারছে না।অভিক বাসায় নেই মনে করে পাশের রুমের ভাইয়া ফ্লাট বাইরে থেকে তালা মেরে চলে গেছে।বুয়া ও আজ আসতে পারবে না।বুয়াকে চাবি দেয়া হয়নি।সকাল থেকে মাত্র দু পিচ বিস্কিট পেটে পড়েছে।দুপুর গড়িয়ে এখন বিকেল প্রায়।ওদিকে অহনা কাল রাতে ঝগড়া করে ফোন অফ করেছে এখনও অফ।অনেক ক্ষন ধরে ল্যাপ্পিতে বসে থেকে মাথায় ঝিম ভাব ধরে গেছে।পেটে ক্ষুদা থাকলে পুরা দুনিয়া অসহ্য লাগে।মাথার নিচে বালিশ টেনে শুয়ে পড়েছে অভিক,ভাইব্রেটের শব্দে ফোনের দিকে তাকায় সে।ইশশ মা কেন এখন ফোন দিলো??বলেই ফোনটা রিসিভ করে কানে কাছে এনে বলে-
:হ্যালো মা
-কেমন আছিস??
:ভাল,তুমি??
-ভালরে।খাইছিস দুপুরে??
:হুম
-কি হইছে তোর??
:মা কালকে একটা এসাইন্মেন্ট জমা দেয়ার কথা।সেটা নিয়েই কাজ করছিলাম,তাই একটু টায়ার্ড রাতে কথা বলবো নে।
-আচ্ছা ঠিক আছে কাজ কর।নিজের খেয়াল রাখিস।সন্ধ্যায় কিছু খেয়ে নিস বাবা।
:ওকে মা।বাই

ফোনটা কেটেই মনে হলো মন খারাপ আরো বেড়ে গেছে।মায়ের সাথে মিথ্যা না বলে উপায় ছিলো না।নয়ত দেখা যাবে সে না খেয়েইও থাকবে কটাদিন।থাক দু একটু মিথ্যা বললে কিছু যায় আসে না।
চা বানাতে গিয়ে দেখে সব আছে চা পাতা নেই।কি আর করার গরম পানিতে মসলা ছেড়ে দিয়ে এক মগ মসলা পানি নিয়ে বারান্দায় বসে অভিক।৬ তালার উপরে বাসা হওয়ার সুবাধে সামনে একটু ফাকা পাওয়া যায়।নয়ত এই শহরে আকাশ দেখার জায়গা কই??মগে ঠোট ছোয়াতেই বিশ্রি একটা স্বাদ লাগলো জিহবায়,সাথে পুড়েও গেলো।মেজাজ খারাপ করে পুরা মগ খালি করে একটা সিগারেট জ্বালায় অভিক।এটা শেষ সিগারেট রাতে আর কেউ না এলে না খাওয়ার সাথে সিগারেটও খাওয়া হবে না।ভাবতেছে একটু খেয়ে বাকিটুকু রেখে দিবে সন্ধ্যার পর খাওয়া যাবে তবে।এই কথা ভাবতেই মুখে একটা শুকনো হাসি চলে আসে।পকেটে কিছু একতা লড়ছে ভেবে হাত ঢুকাতেই বুঝতে পারে ফোন কাপছে।বের করে অবাক হয় অহনার ফোন।
:হ্যালো
-তুমি আমাকে ফোন দিলা না কেন???
:আরে কতবার ট্রাই করছি ফোনতো অফ ছিলো।খাইছো বাবু??
-খাওয়া খায়ির হিসাব বাদ।এখন কও কতবার ট্রাই করছে।যদি এতই ট্রাই করছো তাইলে এখন যে আমি ফোন অন করে বসে আছি তোমার ফোন আসলো না কেন??
:ওকে স্যরি।ঝগড়া করার মুডে নাই।
-কি আমি ঝগড়াটে??যা তোর লগে কথা নাই,তুই কোনদিন আমারে আর ফোন দিবি না।আমার সামনেও পরবি না।
:আচ্ছা ঠিক আছে।মেনে নিলাম।
-মেনে তো নিবাই,নতুন প্রেমে পড়ছো তাই না??আমি পুরান হইয়া গেছি??যা তোর লগে ব্রেক আপ।আরজিন্দিগিতেও তোর মুখ দেখুম না।
:হ্যালো হ্যালো।।

উফফফ ফোনটা কাটছে।এরপর অনেক বার ট্রাই করে অভিক না ফোন অফ।জেদ্দি মাইয়া।জানতেই চাইলো না আমি কই??কেমন আছি??খাইছি কিনা???থাক ও না জানলেই ভাল।শুধু শুধু টেনশন করবে।টেনশন করলে এইটার আবার জ্বর আসে।এর থেকে দুটা দিন রাগ করে থাকা ভাল।ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে অভিক।হয়ত এই ঘুম আর কোনদিন ভাঙ্গবে না।

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress