
জীবন বহতা নদীর মতো বয়েই চলে। জীবনের বাঁকে বাঁকে কত শত ঝড়-ঝঞ্ঝাট ওলোটপালোট করে জীবনের গতিপথ স্তব্ধ করে দেয়। তবুও কী জীবন-নৌকা থেমে যায়! প্রকৃতি চলে প্রকৃতির নিয়ম মেনেই।কারো জীবনযুদ্ধের পরিনতি হয় স্বপ্নে ঘেরা বাসর ঘরে আর কারো পরিনতি অসীমে বিলীন হয়। বালুচরে বাঁধা স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে যায় দু’দিনেই।
আশাহত মন সিন্দুকে নিজেকে বাঁধতে চায় না। সে উড়তে চায় পেখম মেলে-মাইলের পর মাইল দূরন্ত বেগে,আপন-আলোয়। আশা, স্বপ্ন বাঁচিয়ে রাখে জীবনের গতিপথ। সেখানেই বপিত হয় নতুন জীবনের। সূচিত হয় নতুন সূর্যের জয়গান। কেউবা ভাঙ্গা স্বপ্ন পূরণের পথে আরেক ধাপ এগিয়ে যায়, কেউবা পূর্ণ স্বপ্ন পূরণের আগেই ভাঙ্গনের সুরে ডুবে যায়।
কোনো ভোরের আলো প্রলেপ ছড়িয়ে দেয় অমানিশার আঁধারে । শুরু হয় স্বপ্ন পূরণের খেলা। কেউবা সফল কেউবা বিফল । কোনো কোনো ভোর হয় জ্যোৎস্নার আলো কেড়ে নিতে, জীবনের গতিপথ গতিরোধ করতে। কারো জীবনে সন্ধ্যা নামে নতুন জীবনের সূর্যের আহ্বানে , কারো জীবনে সন্ধ্যা আসে সবকিছু এলোমেলো করে দিতে। এলোমেলো সন্ধ্যার পরশে কেঁপে উঠে কারো জীবন-সঙ্গম ।
২৯টি মন্তব্য
কামাল উদ্দিন
এটাই তো জীবন। তবে একটাই তো জীবন, এটাকে যথা সম্ভব উপভোগ করার চেষ্টা করে যাওয়াই উচিৎ
সুপর্ণা ফাল্গুনী
ঠিক বলেছেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য
কামাল উদ্দিন
শুভ রাত্রি
সুপর্ণা ফাল্গুনী
শুভ রাত্রি
মোঃ মজিবর রহমান
জিবন বহমান কখন কোথায় কি ঘটে বলা মুশকিল। তাই এভাবেই সুন্দির আনন্দিময় করে চলাই উচিত। বলে মনে করি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ
মোঃ মজিবর রহমান
😀
তৌহিদ
জীবনতো এমনই। শত ঝড় ঝঞ্জা আসে জীবনের প্রতিটি বাঁকে। এসব মেনে নিয়ে মোকাবেলা করেই পথ চলতে হয়। কেউ হয় সফল আবার কেউ নিরাশার অমানিশায়য় ডুবে যায়। তবুও জীবন সুন্দর।
সুপর্ণা ফাল্গুনী
জীবনের বাঁকে বাঁকে এত চড়াই উৎরাই আছে বলেই জীবন সুন্দর। ধন্যবাদ আপনাকে
সঞ্জয় মালাকার
এটাই তো জীবন। তবে একটাই তো জীবন,জীবনকে যাতা সম্ভব উপলব্ধি করা উচিৎ।
চমৎকার লিখেছেন দি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা
নিতাই বাবু
এরই নাম জীবন! জীবন নিয়ে আপনার ভাবনাগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। শুভকামনা সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। আশীর্বাদ করবেন আমার জন্য
মাহবুবুল আলম
একান্ত অনুভূতি পড়ে ভাল লাগলো। শুভেচ্ছা জানবেন।
সুপর্ণা ফাল্গুনী
আপনাকে ও শুভেচ্ছা।
এস.জেড বাবু
আসলে এইতো জীবন
চমৎকার লিখেছেন।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ
বন্যা লিপি
এই তো জীবন! জীবনের সালতামামি। একান্ত অনুভূতি এতো আমাদের সবারই উপলব্ধি!
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু
নুর হোসেন
জীবনের প্রতি আমার এক চুলও ভরসা নেই।
আগ্নোয়স্ত্রের ন্যায় জীবনও ভয়ংকর কখন কিভাবে ক্ষতি করে পালিয়ে যাবে বলা মুশকিল।
সুপর্ণা ফাল্গুনী
একদম ঠিক কথা
রুমন আশরাফ
দারুণ দারুণ কথা। আপনি যে এতো সুন্দর লিখেন তা তো জানতাম না। চালিয়ে যান। শুভেচ্ছা রইলো সুপর্ণা দি।
জাকিয়া জেসমিন যূথী
একদমই তাই। তার ভেতরে কত গুণ। না জানি আরও কত গুণের সমাহারে সে মাতিয়ে দেয়ার অপেক্ষায়।
সুপর্ণা ফাল্গুনী
হা হা হা হা
সুপর্ণা ফাল্গুনী
ভালো লাগার জন্য ধন্যবাদ ।
জাকিয়া জেসমিন যূথী
ভীষণ ভালো লিখেছো, সুপর্ণা।
তোমার হাত ভীষণ ভালো। লিখতে থাকো। যা মনে আসে তাই লিখতে থাকো। নিয়মিত চর্চায় আরও অনেক উন্নত হবে।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ বান্ধবী।
সুরাইয়া পারভিন
কারো জীবনে সন্ধ্যা নামে নতুন জীবনের সূর্যের আহ্বানে , কারো জীবনে সন্ধ্যা আসে সবকিছু এলোমেলো করে দিতে। এলোমেলো সন্ধ্যার পরশে কেঁপে উঠে কারো জীবন-সঙ্গম ।
দারুণ লিখেছেন দিদি
জীবন এমনই
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু।🌹🌹🌹 শুভেচ্ছা ও শুভকামনা রইল