এলোমেলো ভাবনার নদী- ২

তৌহিদুল ইসলাম ২৯ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ০৮:০৭:১৮অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

সহস্রদিনের ব্যস্ততাকে শিকেয় তুলে
ডায়েরির পাতায় লিখে রাখা গল্পকথায়
একান্ত অনুভূতিতে, সমসাময়িক বিচিত্রায়
ছবিতে, শয়নেস্বপনে স্মৃতিতে ভাস্কর মুগ্ধতায়-
কথামালার পসরা সাজানো ডালার সব ফুল
যেনো শুকিয়ে পরছে ঝুরঝুর করে।

শুনেছি তৃণে তৃণে ধুলোয় ধুলোয়
দেহের রন্ধ্রে রন্ধ্রে লোকে লোকান্তরে
গ্রহে সূর্যে তারার মেলায় নিত্যকাল ধরে,
অণুপরমাণুদের নৃত্যকলরোল
আমার আসনকে ঘিরে আজ করে অনন্ত কল্লোল।

অক্ষরের গাঁথুনিতে শব্দ ব্যঞ্জনায়,
গল্পের পরতে লুকোনো ইতিহাস
কত সহজেই সব ভুলে বসে আছে সকলেই।
বিবেকের দংশন শুধু সর্পিল কারচুপিতে নয়!
দংশন হতে হয় সংকোচবোধে,
ছাপিয়ে রাখা অপমানকর অনুভূতিতে।

আসা-যাওয়ার নিরানন্দ কিংকর যাত্রাপথে
যে ঘর বেঁধেছিলাম সুমঙ্গল সুরে,
পরিপূর্ন তৃপ্তির স্নেহের সঞ্চয়ে
এই আমি আছি আড়ালে অথবা ভিন্নবর্ণে।

আঁকাবাঁকা পথ চলে যায় যে অসীমে
নতুন পথিকের তরে মেঠোপথ ছেড়ে
এই আছি বেশ, নিজের অহমকে সঙ্গী করে।

[ছবি- নেট থেকে]

এলোমেলো ভাবনার নদী -১

৫৬৩জন ৪৭৩জন
17 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ