এলোমেলো ভাবনার নদী -১

তৌহিদুল ইসলাম ৩ অক্টোবর ২০২০, শনিবার, ০৭:৪৫:৪০অপরাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

জীবনের বাঁকে বাঁকে স্নেহ-প্রেম স্মৃতিতে ব্যাকুল
সজল চোখে বিপর্যস্ত কেশ-বাস,
সাহারার মতো রসকষহীন
যেন দৈত্যের মায়াপুরীর মতো বিভীষিকাময়।

বটের ছায়ায় মর্মরধ্বনি
মুকুলিত বকুলকুঞ্জে বিরহী কোকিলের কুহুতান;
বসে আছি স্বপ্নের আবেশে ক্লান্তমনের আবিষ্টতায়,
চিরকল্লোলময়ী তিস্তার তীরে বসে দেখি
বালকবালিকার গোল্লাছুট খেলা।

সত্য অসত্যের বেড়াজালে আবদ্ধ আমি
আলোকবর্তিকার খোঁজে ভাসমান ভেলা।
একবিন্দু শিশিরে মেটেনি যে তৃষ্ণা;
একাকী ভাঙা নৌকায় অকুল নদী পার হতে চেয়ে
কেন তবে আজ বিপদাপন্ন হওয়া?

এভাবে হয়তো দেখবো একদিন
ঝড়ে পড়েছে যৌবন বৃন্তচ্যুত ফুলের মত!
বসন্তবাতাসের দোলায়
পৃথিবীর আদি-অন্ত ঠিকই আছে;
মাঝখানে নিজের জীবনের খাতা শুন্যই রয়ে গেছে।

[ছবি নেট থেকে নেয়া]

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ