এলেবেলে কথোপকথন

খাদিজাতুল কুবরা ২৬ অক্টোবর ২০২০, সোমবার, ০১:৪৮:৫৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৩ মন্তব্য

*জীবন আর আমার কথোপকথন __

জীবন:

পুষ্প পাপড়ির গালিচা নয় পথ, আছে কণ্টক আছে অগ্নিতপ্ত লাভা।

হেঁটে যেতে হবে হাঁটের দিকে সওদা শেষে গুনতে হবে মুনাফা।

আমি:

ঈশ্বর দিয়েছেন অন্ধকার, বলেছেন পথ খুঁজে নিস আলোর।

জীবন:

তাই তো হেঁটে চলেছি আলোর সন্ধানে আনমনে,

আমি:

কে ওখানে?

এই যে আমি আলো! এখানে।

জীবন:

হাতড়াতে হাতড়াতে খুঁজে পেলাম সন্তুষ্টির এককোনে।

আজ আমার নেমন্তন্ন অন্ধকারের অন্ত্যষ্টিক্রিয়া সম্পন্নের অনুষ্ঠানে।

আমিও জীবন অন্ধকারকে একসাথে  ফুলেল শুভেচ্ছা জানালাম শেষবার।

জীবন:

এই শোন,চিনলেনা! আমিই অনির্বাণ।

নির্বিবাদে মিলন হবে আজ আমার আর প্রজ্জ্বলিত অনির্বাণের।

 

*অনির্বাণ আর আমার কথোপকথন __

 

আমি:

অনির্বাণ জানো, আমার একটি শিশির স্নাত সকাল ছিলো, মধ্য গগনে সূর্য এলে বিদায় নিলো।

অনির্বাণ:

সেটাই অমোঘ নিয়ম। এই আমাকে দেখো আমি অহর্নিশ জ্বলতে চাই, অথচ বৃষ্টি এলেই নিভে যাই।

আমি:

বৃষ্টি না হলে যে জমিন ফেটে চৌচির হবে। তুমি তো সব পুড়িয়ে খাক করে দেবে।

অনির্বাণ:

তাহলে তুমি কেন সকাল খুঁজে মরো?যার যাবার সে যাবে, পিছু ডেকোনা।

আমি:

জানো, আমার একটা শুকতারা ছিলো, ঐ ওখানটায়...

অনেক দিন হলো তাকে আর দেখতে পাইনা। তুমি দেখেছো কোথাও?

অনির্বাণ:

বোকা মেয়ে কবি কি বলেছেন শোননি?

আমি:

না তো শুনিনি। তুমি একটু বলে দাওনাগো কি বলেছেন।

অনির্বাণ:

"প্রেম ধীরে মুছে যায়...

নক্ষত্রের ও মরে যেতে হয়।"

আমি:

তুমি কিভাবে জানলে আমার প্রেম ছিলো!

অনির্বাণ:

প্রেম মুছে না গেলে কি আমি তুমি আমরা হতে পারতাম?

আমিঃ

(দীর্ঘশ্বাস ছেড়ে) আমি তো তোমায় চাইনি সুশীতল প্রেমের কানন চেয়েছি।

অনির্বাণ:

বন্ধু চাইলেই কি সব হয়!

আমি কিন্তু তোমায় ছেড়ে যাচ্ছিনা।

আমি:

আমায় ভালোবাস?

অনির্বাণ:

না, তা কি করে হতে পারে?

তুমি জল আমি অনল!

আমি:

ভালোবেসে যে দূরে ঠেলে দেয়,

তার চেয়ে ঢের ভালো ভালো না বেসেও যে সাথে রয়।

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ