
মাহবুবুল আলম ||
তুমি নেই আজ আছে শুধু স্মৃতি
স্মৃতিরই মোহনায়,
তোমার শোকে কত যে কাতর
লিখে যাই কবিতায়;
তবু তুমি ছাড়া নেই কোন সুখ
মনে বড় হাহাকার,
তোমারই শোকে শ্রাবণ আকাশ
কেঁদে যায় বারবার।
শিশুদের মুখে নেই কোনো হাসি
বেদনার অশ্রু ঝরে,
পাখিরাও আজ গায় না যে গান
অশ্রু ঝরায় নির্ঝরে;
নদীতে আজ নেই কোনো স্রোত
সেও নীরব নিথর,
তোমার শোকে সেও শোকাতুর
কষ্ট মনের ভেতর।
কত যে বেদনা মনে আছে জমা
এই দুখ কারে বলি,
শোকের কাফন শরীর ও মনে
একা একা পথ চলি;
বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন
হৃদয়ে ধারণ করি,
যতদিন বাঁচি ততদিন যেন
সে আদর্শ থাকি ধরি।
তোমার খুনিদের করবো না মাপ
যতদিন আছে প্রাণ,
তোমার মহিমা অমর কীর্তির
গেয়ে যাবো গুণগান;
বুকের পাঁজরের গোপন গহীনে
রেখে যাবো শোক জমা,
পনের আগস্টের সিমার খুনিদের
করবো না কখনো ক্ষমা।
তুমি আছো মিশে আমাদের রক্তে
আছো মিশে প্রাণে প্রাণে,
তোমার গৌরব মহিমার কথা যে
বলে যাই কবিতা ও গানে;
বিশ্ব দরবারে তুমি যে আমাদের
বাড়িয়েছো সন্মান,
জাতীয় পতাকার লাল-সবুজে
মিশে আছো কীর্তিমান।
১৫ আগস্ট ২০২০
২৪টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
সুন্দর এক অনুভবের প্রকাশ কবি দা
অনেক বিনম্র শ্রদ্ধা জানাই————
মাহবুবুল আলম
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ
আপনাকে ।
শুভেচ্ছা রইল!
সুপর্ণা ফাল্গুনী
কীর্তিমানের মৃত্যু নেই, সে অমর। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা রইল জাতির পিতার প্রতি। খুব ভালো লাগলো আপনার কবিতা। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো
মাহবুবুল আলম
আপনার জন্যও শুভকামন।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
ফয়জুল মহী
ঘাতকের বুলেট কেড়ে নিল প্রাণ মুজিবের । কিন্তু কোটি মুজিব ঘরে ঘরে। কেয়ামত পর্যন্ত মহান নেতার নাম জীবত থাকবে ।
মাহবুবুল আলম
শুভেচ্ছা রইল।
অনেক ধন্যবাদ আপনাকে
কামাল উদ্দিন
…………দুর্দান্ত লিখেছেন ভাই জাতির পিতাকে নিয়ে, সত্যিই এই রক্ড়ক্ষরণ শেষ হবার নয়, শুভ কামনা সব সময়।
মাহবুবুল আলম
কামাল ভাই !
অনেক ধন্যবাদ আপনাক।
ভাল থাকবেন সবসম।
কামাল উদ্দিন
ধন্যবাদ মাহবুব ভাই, আপনিও ভালো থাকুন সব সময়।
খাদিজাতুল কুবরা
আসলে মহামানবের স্তুতি লিখে শেষ করা যাবে না।
অন্তর নিংড়ে লিখেছেন।
ভালো লেগেছে কবিতা।
ভালো থাকুন পরপারে আমাদের মহান নেতা।
মাহবুবুল আলম
অনেক ধন্যবাদ ব্লগার বন্ধ!
শুভেচ্ছা রইলো!
ভাল থাকবেন!
সুরাইয়া পারভীন
দারুণ লিখেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে। বিনম্র শ্রদ্ধাঞ্জলি রইল
মাহবুবুল আলম
অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ!
শুভকামন।
ছাইরাছ হেলাল
তাঁর মৃত্যহীন জীবনকে শুধুই অশেষ শ্রদ্ধা আর শ্রদ্ধা।
মাহবুবুল আলম
হেলাল ভাই!
অনেক ধন্যবাদ!
শুভেচ্ছা রইলো!
নিতাই বাবু
জাতির পিতার প্রতি বিনম্র সশ্রদ্ধ শ্রদ্ধা।
জাতির পিতাকে নিয়ে সুন্দর একটা কবিতা পড়লাম! শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি দাদা।
মাহবুবুল আলম
নিতাই দা!
অনেক অনেক ধন্যবাদ আপনাক।
শুভেচ্ছা রইলো!
তৌহিদ
বঙ্গবন্ধুর তুলনা আর কিছুতেই হয়না, তিনি অনন্য অসাধারণ একজন ব্যক্তিত্ব। গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি তাঁকে।
সুন্দর লিখেছেন ভাই।
মাহবুবুল আলম
তৌহিদ ভাই!
অনেক ধন্যবাদ!
শুভেচ্ছা রইলো!
সুপায়ন বড়ুয়া
“তোমার খুনিদের করবো না মাপ
যতদিন আছে প্রাণ,
তোমার মহিমা অমর কীর্তির
গেয়ে যাবো গুণগান;”
তবেই হোক বন্ধু
তুমি যে মহান।
বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা রইল জাতির পিতার প্রতি।
খুব ভালো লাগলো আপনার কবিতা।
ভালো থাকবেন শুভ কামনা রইলো
মাহবুবুল আলম
সুপায়ন দা
অনেক শুভেচ্ছা
অনেক ধন্যবাদ!
রোকসানা খন্দকার রুকু।
বিনম্র শ্রদ্ধা রইল।
শুভ কামনা।
মাহবুবুল আলম
অনেক ধন্যবাদ আপনাক!
সাবিনা ইয়াসমিন
গভীর শ্রদ্ধা তার অমর আত্মার প্রতি।
এলিজি মানে কি?