এমনই বসন্ত

রোকসানা খন্দকার রুকু ২৩ আগস্ট ২০২০, রবিবার, ১২:৪০:৩৪অপরাহ্ন কবিতা ২৫ মন্তব্য

কি দেখছ অমন করে- তোমাকে?
আগে দেখনি?- প্রতিদিন ই তো দেখি।
তাহলে- দেখে দেখে শেষ করতে পারিনা;
আমার অ-সৌন্দর্য,নাকি শেষ বসন্ত- উমহুম!
কি তাহলে? বসন্তের শেষ কি আছে,তাও তোমার!

দেখনা,দেখনা বেহায়া বলবে?- বললে বলুক।
অসভ্য,ন্যাওটাএকটা- দূর! আমার তো কানই নেই।
এমন?- জানোনা,প্রেমের অন্য নাম বেহায়াপনা।
তর্ক বাগিস হয়েছ ?- তর্কটাও তো আমাদের প্রেম।

কামনা বাসনা- দূর! প্রেমে ওসব থাকেনাকি?
এভাবে কতদিন?-শেষেরই তো পথে!
কিরকম?-বুঝনা পাগল তারপর স্বর্গে গেলেও॥
পিছু ছাড়ছ না তাহলে?- উমহুম।

পাগল একটা?- সেজন্যই তো আছি,থাকবও।
প্রেম কি পাগলামি?- হুম সুস্থ্যরা প্রেম করেনা।
কি করে তাহলে? - প্রয়োজন মেটায়,অভিনয় করে।

বলবে কিছু আর?- চোখে চোখে বলছি তো!
কি দুষ্টু! -বুঝেছ তাহলে?
বলে দেব কিন্তু?-উমহুম,ভালোলাগা কেউ কাউকে বলেনা।
অনুভব করে আর পুড়ে পুড়ে দগ্ধ হয়!- হুমম!
তাহলে চল দুজনে পুড়তে থাকি- হুম,একেবারে অনাদি অনন্তকাল

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ