এভাবে সব

আলমগীর সরকার লিটন ১৩ ডিসেম্বর ২০২১, সোমবার, ১১:৪৭:২০পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য

ঐ নদীর কাঁন্না বুকের ভিতর
নদ বুঝতে পাই চাঁদের মতো!
রক্তাক্ত ঢেউ দেখেছো কখনো-
নদের সাথে বসবাস কর রোজ
তবুও রক্তাক্ত বুঝো না নদী?
তোমার সসীচীন ভাবনাগুলো-
প্রশংসা দাবিদার আকাশ সমূহ
শস্যময় সোনালি ক্ষেত; নদী
বুঝতেই  পার খুব-স্রোতের ধার
করাই কাজ- তাই চল গতিহীন-
করে ক্ষত বিক্ষত, জাগাও বালুচর;
নদ তো পারে না এভাবে সব।

২৮ অগ্রহায়ণ ১৪২৮, ১৩ ডিসেম্বর ২১

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ