এভাবেই।।

মিথুন ১২ ফেব্রুয়ারি ২০১৪, বুধবার, ০৮:১৯:৩০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৮ মন্তব্য

আমিঃ তোর নাম স্বপ্ন কেনো?

স্বপ্নঃ বোধ হয় বাবা-মা আমাকে স্বপ্নে পেয়েছে :p

আমিঃ তোর এই পঁচা নামের জন্যই তোকে ছেড়ে থাকতে পারিনা।

স্বপ্নঃ মিথ্যুক, তুই তো আমার কাছেই থাকিস না।

 আমিঃ 🙁

আমার আবেগ আর মেজাজের চুড়ান্ত করে সিগারেট ধরালো সে।। রাগটা দেখালাম না, রাগ দেখালে দ্বিগুন উৎসাহে আবার ধরাবে এটা নিশ্চিত।

আমিঃ এতো যত্ন করে সিগারেট ধরাস, আমার হাত টাও তো কোনদিন এমন যত্ন করে ধরিস না। কে তোর বেশি প্রিয়, সিগারেট না আমি?

স্বপ্নঃ তুই

আমিঃ 🙂

স্বপ্নঃ সিগারেট চাইলেই পাই, তোকে চাইলেই পাইনা তাই তোর জন্য আমার আকর্ষণ বেশি।

আমিঃ কি বললি তুই? আমাকে পেলে আর আকর্ষণ থাকবে না তাই তো?

স্বপ্নঃ থাকবে, তুই হচ্ছিস আমার ফরেস্ট গাম্প মুভি, যত দেখি ততো আকর্ষণ বাড়ে।। 🙂

আমিঃ রাগিয়ে দিয়ে পটানোর চেস্টা চলছে, যা আমার সামনে থেকে।

স্বপ্নঃ পেছনে বসলে তো বলবি, আমি তোর পেছন পেছন ঘুরি।।

আমিঃ তুই আমার সামনে পেছনে কোথাও থাকবি না, দূর হ।

স্বপ্নঃ যাচ্ছি, টাকা দে ঝালমুড়ি কিনে নিয়ে আসি।

এটাকে থামানোর একটাই উপায়।

আমিঃ তুই আমাকে বিয়ে করবি কবে?

স্বপ্নঃ আচ্ছা যা তোর টাকা লাগবে না, আমিই ঝালমুড়ি কিনে আনি।

স্বপ্ন মুখ টা ঘুরিয়ে হেঁটে যাচ্ছে।। চোখ দেখিনা তার, শুধু চোখের কস্ট মাটিতে ছায়ার মতো লুটোপুটি খেলে গেলো।।

আমার নিষিদ্ধ মানব,

তোকে ভালোবাসি কতো অসংখ্যবার

কতো অসম্ভব গোপনীয়তায়;

কতো যত্নে বই এর ভাজে

শুকিয়ে রাখা ফুলের পাতার মতো।।

তোকে পাবার জন্য তোর লেখা বইটাই যথেষ্ট,

অটোগ্রাফ এবেলায় ভুলিয়ে রাখলাম।।

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ