এবার বর্ষায়..!

নিবিড় রৌদ্র ২৯ জানুয়ারি ২০১৬, শুক্রবার, ১০:৩৯:২৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৫ মন্তব্য

এবার বর্ষায় নদী দেখিনি
যৌবনে ঢেউ পলিজলে দুলছে কেউ
দূরে মাঝি, জেলের ছেলে,
ও পাড়ার কিশোরের দল সাঁতার খেলে
রাজহাঁস ভাসে, হাসে পূবের হাওয়া
এবার হয়নি যাওয়া।

সেই ডুবন্ত মাঠ নৌকোর ঘাট
শ্যামলিমা ছায়ায়, থৈ থৈ মায়ায়
বটগাছ দাঁড়িয়ে জলান্ত ছাড়িয়ে
কিশোরী দুপুরের রোদে ভিজে
একধ্যানে কি খুঁজে মন গুঁজে কাজে,
জলের গভীরে ঘাসের নুপুর বাজে
গোধূলিস্নাত সোনালু নদীর ছোঁয়া
এবার হয়নি পাওয়া।

এবারের বাদলে শুনেছি কদমডালে
অজ্ঞাত গৃহবধূর লাশ ঝুলে-
তার চুল উড়ে উড়ে শহরের তৃষ্ণা মেটায়,
সদ্য বেড়ে উঠা দূরন্ত কুসুমের যোনি
আহত করেছে এক বিবেকের খুনী,
শুনেছি শুকিয়ে গেছে আজ
যুবতীর ক্রন্দন শ্বাস!

এবার বর্ষায় লাশ আর মৃত্যুর ঘেরাটোপে
গুম, খুন, ভিড় জনতার ঝোপে
প্রেমিকের গলাকাটা শোক বুকে
আর রাষ্ট্রীয় চেতনার অসুখ নিয়ে
বিভীষিকার আতঙ্ক খূপে আমার বাস,
এবার বর্ষায় মরে যাই যদি
মনে রবে আমি দেখিনি নদী
দেখিনি পল্লী মায়ের স্নিগ্ধ স্বর্গত মুখ,
দেখিনি প্রেমিকার ঠোঁটে ডাহুকের সুখ
এবার বর্ষায় স্রোত ছিল পাঁজরে
রক্তের নদী ছিল ভেজা দুটি চোখ।

এবার বর্ষায়
- নিবিড় রৌদ্র
১৮.০৮.২০১৫

0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ