“এবং দৌঁড়”

মেহেরী তাজ ২৯ এপ্রিল ২০১৯, সোমবার, ০১:১১:৫৯পূর্বাহ্ন রম্য ৩২ মন্তব্য

আজকাল একটা ভয়ংকর ঘটনা ঘটে আমার সাথে। আমি মাঝে মাঝে "ফিরে আয়, ফিরে আয়" বলে ঘুমের মধ্যে কথা বলে উঠি। কাকে ফিরতে বলি সে এক বিশাল রহস্য নিজের কাছেই। নিজের এই কান্ড দেখে আমি নিজেই কিছুটা চিন্তিত। এই চিন্তা মাথায় নিয়ে একদিন সন্ধ্যায় ক্যান্টনম্যান্ট এর ভিতরের প্রায় নির্জন একটা পার্কের পাশ দিয়ে হাঁটছি।একটা নড়াচড়া চোখে পড়াতে আমি জমে গেছি। নিজেকে বুঝাচ্ছি সমস্যা নেই তোমার দিকে দৌড়ে আসবে না মোটেই। কিন্তু মন চাইছে খিচ্চে দৌড় দেই। দুই কদম মনে হয় দিতামও কিন্তু যেহেতু আমি জমে গেছি সেহেতু পা উঠছে না আমার। আমি ভেবেছিলাম এপাশের কিছু অটিস্টিক পিচ্চি আছে তার কেউ একটা হবে। ওদের দেখে এতো ভয় লাগার কিছু নেই। তাও কেনো এমন লাগলো জানি না। এবার কিছুটা অস্বস্তি আর কিছুটা বিরক্তি নিয়ে তাকালাম। একটা মেয়ে রাস্তার শেষ মাথায় বসার জায়গা গুলোর একটাতে বসে হাত, পা, গলা, মাথা সব নাচিয়ে কথা বলছে। ভাবলাম কেউ আছে হয়তো। ভালো করে তাকালাম; আরে নাহ, কেউ নাই। কানে ইয়ারফোনও নাই, হাতে ফোনও দেখছি না। আর একটু পরপর সে ইয়া মোটা একটা গাছের দিকে তাকিয়ে উত্তেজিত হয়ে গাছটাকে কি কি যেনো বলছে। এবার আরো ভয় পেলাম। এই মেয়ে কি গাছের কথা বোঝে? এটা তো তাহলে ভয়ংকর ব্যপার। আজকাল মানুষ মানুষের কথা বোঝে না। একটা চাইলে করে তার উল্টা। তাহলে ঘটনা কি? এই মেয়ে কি পাগল? আচ্ছা? পাগলেরা এতো সুন্দর সাজতে পারে? হোক সে সুন্দর, তাতে আমার কি? আমি দৌঁড় দেই না কেন? পায়ে কি শিকড় গজালো নাকি? আমার পা ওঠে না কেন? এসব ভাবতে ভাবতেই মেয়েটা বসা থেকে উঠে দাঁড়িয়েছে দেখে আমি সব ভুলে একদম খিঁচে দৌড় দিলাম।
কিন্তু ঘাড়টা নিজের রাস্তার দিকে স্থুলকোণ আর মেয়েটার দিকে সূক্ষ্মকোণ করে রেখে আমি দৌঁড়াচ্ছি। মেয়েটার অবস্থান আমার দেখতেই হবে। আরে মেয়েটা তো আসছে না, ওখানেই আছে। উঠে দাড়িয়েছে শুধু। এবার একটু সাহস (আসলে হাঁপিয়ে গেছি) নিয়ে দাঁড়িয়ে গেলাম। এক পা, দু'পা করে মেয়েটার থেকে নিরাপদ দূরত্বে কিন্তু তাকে দেখা যায় এমন জায়গায় দাঁড়ালাম। তারপর ভালো ভাবে লক্ষ্য করে যেটা দেখলাম তা বললে মানসম্মান থাকবে কিনা ঠিক বুঝতে পারছি না।

বিঃদ্রঃ

১। আমি লেখাকে ফিরতে বলি শয়নে, স্বপনে, জাগরণে। আমি লেখা খুজে পাই না আজকাল।

২। মেয়েটার কানে ব্লুটুথ লাগানো ছিলো ।

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ