এক.

দিনের পর দিন আমি অপেক্ষায় থেকেছি,
অপেক্ষায় থেকেছি একটা ফোন কলের।
অপেক্ষায় থেকেছি অনেক প্রত্যাশিত-
একটা নম্বর ভেসে উঠবে মোবাইলের স্ক্রিনে,
পূর্ব পরিচিত কাঙ্ক্ষিত সে নম্বরে কল পেয়ে-
আবেগ আপ্লুত হবে মন!
শুষ্ক মরুর চোখ ভরবে অভিমানের অশ্রুতে,
অঝরে ঝরবে বিরহের বারিধারা!
হৃদয়ে উঠবে কালবৈশাখীর ঝড়,
বুকের বাম অলিন্দে বইবে জলোচ্ছ্বাসের স্রোত!
ক্ষণিকের অভিমান ভুলে, নিরবতা ভেঙ্গে
কম্পনরত আর্দ্রকন্ঠে অভিযোগের সুর তুলে,
বলবো এতো দিন পর মনে হলো?

দুই.

আমার কোনো তাড়া নেই
কোথাও যাবার তাড়া নেই
কারো ডাকে সাড়া দেবার তাড়া নেই
কাউকে ভালোবাসার তাড়া নেই
কারো জন্য অপেক্ষার তাড়া নেই
কাউকে অভিযোগের তাড়া নেই
কারো উপর অভিমানের তাড়া নেই
কাউকে কৈফিয়ত দেবার তাড়া নেই

এই দেখো না কেমন আনমনে বসে আছি?
স্থির দৃষ্টিতে শূন্যে তাকিয়ে চোখ জুড়াচ্ছি!
আকাশ নীলে মন রাঙাচ্ছি!
পদ্মদীঘির শান্ত জলের শীতল স্পর্শ নিচ্ছি!

আমার কোনো তাড়া নেই;
বলেই তো এসব সম্ভব তাই না বলো!

0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ