
এখানে জেগে থাকে চাঁদ নাগরিক কোলাহলে
বুকের মলাট খুলে এগিয়ে যায় শব্দের সহস্র মিছিল
ধীর পায়ে, প্রভাত ফেরির মৌন বেদনায় কুলুপে আটা থাকে মুখ – নিশ্চুপ স্যাঁতসেঁতে দেয়ালে।
তারপর নেমে আসে রাত,আর্তনাদ সামুদ্রের নীল জলে।
এখানে কবুতর উড়ে গেলে আরেকটা কবিতা লেখা হয়, এখানে আত্মহত্যা গোপনে বৈধ হয়।
এখানে বিকেল হলে ঝুপঝাপ নেমে পড়ে বেদনা চায়ের কাপে উষ্ণ চুমুকে।
এখানে প্রেমিকার খুলা চুলে বৃষ্টি নামে বিষন্ন মনে।
এখানে অজস্র মানুষের ভীড়ে কেউ কেউ হারিয়ে যেতে পারে অভিমানে।
১০টি মন্তব্য
হালিমা আক্তার
অভিমানে হারিয়ে গেলেও, অজস্র মানুষের ভিড়ে কে আর কার খবর রাখে। চমৎকার কবিতা। শুভ কামনা রইলো।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
ইদ মোবারক।
রোকসানা খন্দকার রুকু
এখানে, এই পরাজিত প্রেমিক মনে সবটাই হতে পারে। শুভকামনা অশেষ 🌹
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
ইদ মোবারক।
সৌবর্ণ বাঁধন
উপমার মিছিলে ভরা কবিতা! কবুতর উড়ে গেলে সত্যিই কি কবিতা লিখা হয়! কি চমৎকার ভাবনা!
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
ইদ মোবারক।
খাদিজাতুল কুবরা
বেদনা মধুর কবিতা লিখলে অনিক!
ভীষণ সুন্দর!
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ
ইদ মোবারক আপা।
রিতু জাহান
দারুন লেখেন তো!
সব একান্ত অনুভূতি পগার পরে মনে তার রেশ থাকে না, এটা মনে রেশ রেখে গেলো দারুন।
শুভকামনা রইলো,, লিখে চলুন,,
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।