অনেক সময় আমরা ইচ্ছে থাকা সত্বেও ব্লগে ছবি দিতে পারিনা। মূল ছবির আকার অনেক বড় থাকে বলে অনেকেরই এই সমস্যা হয়। ব্লগে সাধারনত ছবির আকার 250 kb 'র মধ্যে থাকতে হয়। 100 kb দেয়া উত্তম। অবশ্য প্রোফাইল ছবি আরো বেশি kb'র দেয়া যায় তবে 200 kb হতে 250 kb এর মধ্যে হওয়াই ভালো।

আমি আপনাদের খুব সহজেই আপনার কাঙক্ষিত ছবির আকার বা সাইজ কমানোর পদ্ধতি জানিয়ে দিচ্ছি। এর জন্য আপনাদের ছোট্ট একটি এন্ড্রয়েড এপস ডাউনলোড করতে হবে। আপনারা ১ ২ ৩.... এভাবে ক্রমান্বয়ে ছবিতে দেখানো নির্দেশনা অনুসরণ করুন।

১. প্রথমে নেট অন করে মোবাইলের play store এ যান।

২. play store open হলে সার্চ বারে লিখুন Qreduce lite

৩. দেখবেন ছবির মত এপসটি চলে এসেছে।
install চাপুন। কিছুক্ষন অপেক্ষা করলেই এপসটি install হয়ে যাবে।

৪. open করুন অথবা ব্যাক কী চেপে play store থেকে বেরিয়ে আসুন।

৫. মোবাইলের menu অপশনে প্রবেশ করুন। সেখানে Qreduce lite নামে একটি আইকন দেখতে পাবেন। সেটাতে ক্লিক করুন।

৬. choose photo অপশন সিলেক্ট করুন।
গ্যালারী থেকে যে ছবির আকার পরিবর্তন করতে চান সেটি নির্বাচন করুন।

৭.দেখুন আমার ছবি 622.16 kb দেখাচ্ছে।
আপনার ছবি কত kb করতে চান তা উল্লেখ করুন।

৮. আমি 50 লিখে দিয়েছি। এরপর নীচের start বাটনে ক্লিক করুন।

কিছুক্ষন অপেক্ষা করুন।

১০. দেখবেন লাল কালিতে লেখা এসেছে compressed file size 49.05 kb

এইতো হয়ে গেল। এবার মোবাইলের ব্যাক বাটন চেপে বেড়িয়ে আসুন।

১২. এরপর মোবাইল গ্যালারীতে প্রবেশ করুন। দেখবেন Qreduce lite নামে একটি ফোল্ডারে আপনার ছবিটি চলে এসেছে।

ব্লগে ছবি দেয়ার সময় এটি সিলেক্ট করে দিন।

আপনি সফল ভাবে ছবির আকার পরিবর্তন করার মিশন সম্পন্ন করলেন বলে অভিনন্দন।

আরো কিছু জানতে চাইলে মন্তব্য করুন।


এন্ড্রয়েড লিংকঃ https://play.google.com/store/apps/details?id=com.mobso.photoreducer.lite

* * এ এপসটি মাত্র 2 mb এবং ব্যবহার খুব।সহজ বা ইউজার ফ্রেন্ডলি।

* * এটি মুল ছবির কোন পরিবর্তন ঘটায়না, তাই ছবি খুব সহজেই এবং নির্ভয়ে পরিবর্তন করা যায়।

**** আমি আই ফোন ব্যবহার করিনা। তাই আইফোন লিংক দিতে পারিনি।

0 Shares

৩৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ