
নতুনের হাতছানি
যদি নতুন কোনো হাত-
হাতছানি দিয়ে কাছে ডাকে,
যদি ছুটে যেতে ইচ্ছে করে,
নতুন কারো মায়ার টানে!
তবে যাও তুমি যাও চলে,
বাড়িয়ে দাও হাত তাহার তরে।
সন্ধ্যা নামার আগে…
যদি আর নাহি আসো ফিরে,
পরিচিত কোনো নীড়ে!
যদি আর ভালো নাহি বাসো
আগের মতো করে!
তব মনে রেখো, মনে রেখো
যে তোমারে ভালোবাসে;
সে তোমারই থাকবে যুগ যুগ ধরে,
তোমাকেই ভালোবাসবে চিরতরে।
আদরমাখা ভালোবাসার স্পর্শ
জানো, একমুঠো ভালোবাসা পেলে
আমার ভীষণ প্রজাপতি হতে ইচ্ছে করে!
খুব ইচ্ছে করে প্রজাপতির মতো-
রঙিন ডানা দুটো মেলে বনে বনে ঘুরে ঘুরে,
লাল নীল অজস্র মোহনীয় ফুলের ঘ্রাণে
নেশাতুর উন্মত্ত মাতাল হতে!
জানো, একচিলতে আদর পেলে
আমার ভীষণ লজ্জাবতী লতা হতে ইচ্ছে করে!
খুব ইচ্ছে করে লজ্জাবতীর লাজুক লতার মতো-
আলতো স্পর্শে লজ্জায় নেতিয়ে যেতে!
গুপ্ত স্পৃহা
সে কি ভীষণ তাড়া!
ক্লান্ত শ্রান্ত অবসন্ন ফেরারী-
পাখিদের নীড়ে ফিরবার?
জানো,
সেদিন আমারও তাড়া ছিল;
ভীষণ তাড়া ছিল…
তাহার বুকে মাথা রাখবার!
তাহার হাতে হাত রেখে-
চোখে চোখে চেয়ে থাকবার!
তাহার অধরে অধর রেখে-
নিঃশ্বাসের বিষে নিষ্পেষিত হবার!
আজ আর কোনো তাড়া নেই
বুকে মাথা রাখবার বাসনা নেই
চোখে চোখ রাখবার অভিলাষ নেই
অধরে অধর রাখবার গুপ্ত স্পৃহা নেই
স্বেচ্ছায় পরাজয়
জানো, একদিন সূর্যাস্ত লগ্নে
আধো-অস্ত যাওয়া সূর্য আর মেঘের-
লুকোচুরি খেলা দেখছিলাম।
কি যে ভালো লাগছিল আমার!
যেনো ওরা মরিয়া হয়ে উঠেছিল,
একে অপরকে হারিয়ে দিতে।
হঠাৎ কি যে হলো!
দু’জনেই স্বেচ্ছায় পরাজয় মেনে নিলো।
সূর্য ডুবে গেলো আর মেঘ হাওয়ায় ভেসে ভেসে
চলে গেলো দূর থেকে দূরে; বহুদূরে
আমার দৃষ্টির অন্তরালে!
তারপর অনেক খুঁজেও আর-
মেঘের দেখা পাইনি!
২২টি মন্তব্য
বন্যা লিপি
এক হালি কবিতার আকুতিগুলো সুস্পষ্ট ফুটে উঠেছে। সব আকুতির অবসান হোক।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
এত্তোগুলা ভালোবাসা ❤️❤️❤️
ফয়জুল মহী
কমনীয় । সৃষ্টিশীল লেখনী ।
সুরাইয়া পারভীন
ধন্যবাদ অশেষ
ভালো থাকুন
ছাইরাছ হেলাল
একটি লিখতেই আমার কম্মকাবার অবস্থা! আপনি এক হালি
সকাতর আকুল আবেদন রেখে দিচ্ছেন!
চিরে ভিজবে বলে মনে হচ্ছে না, যা আকাল যাচ্ছে ইদানিং!!
সুরাইয়া পারভীন
আহ্! চিরে ভিজলে ভিজবে না ভিজলে না
আমার বাপু চিরে টিরে ভিজা-ভিজি নিয়ে মাথা ব্যথা নেই। আমার ভাজা চিরেই আমার বেশি পছন্দ
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় তুমি
আলমগীর সরকার লিটন
কবিতাগুলো বেশ আবেগময় প্রকাশ অনেক শুভ কামনা রইল কবি আপু
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপায়ন বড়ুয়া
একটা নয় দুইটা নয়
চার চারটা কবিতা
কোনটা রেখে কোনটা পড়ি
ভাল লাগলো সবিতা।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
বাহ্ দারুণ ছন্দময় মন্তব্যে
মুগ্ধতা অনিমেষ দাদা
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
শামীম চৌধুরী
এতদিন ১হালি ডিম জানতাম। আজ আপনি আমাদের ১ হালি কবিতা জানালেন। তবে শেষের কবিতাটা দারুন লেগেছে।
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা হা
দাদাভাই পাগলের কাজকারবার এমনিই
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
তৌহিদ
প্রত্যেকটি কবিতাই দারুন লিখেছেন আপু। মনের আকুতি ফুটে উঠেছে লেখায়।আকুতিগুলি ভালোবাসায় রুপান্তরিত হোক এটাই কামনা।
এত্তগুলো চুড়ি!
শুভকামনা সবসময়।
সুরাইয়া পারভীন
আরো অনেক আছে এইসব চুড়ি
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
প্রতিটিতেই ভালোবাসার আকাঙ্ক্ষা তীব্র ভাবে ফুটে উঠেছে। একহালি কবিতা উপহার দেবার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার সব চাওয়া পূরণ হোক। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন দিদিভাই
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
আরজু মুক্তা
সবগুলো ভালো লাগলো। তবে ২ নং দারুণ।
শুভকামনা
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় 💜
রোকসানা খন্দকার রুকু
ভালোবাসার তীব্রতা দারুন কিন্তু।
পড়তে পড়তে হাপায় গেলাম। ছেড়ে দে মা কেঁদে বাঁচি-এমন প্লান চলছে নাকি?
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
তৃষ্ণা মেটাতে এই ব্যবস্থা
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
হালিম নজরুল
সাবাস। এরপর ডজন কবিতা হবে।
সুরাইয়া পারভীন
ইনশাআল্লাহ হয়তো হবে কখনো
এক ডজন কবিতা লেখা।
দোয়া করবেন ভাইয়া
আন্তরিক ধন্যবাদ জানবেন।
ভালো থাকুন সবসময় ভাইয়া