
উদাম শীতে
কে কড়া নাড়ে !
কব্জায় ধরেছে ঝং,
ঘুম ভাঙ্গায় বারে বারে।
কে কড়া নাড়ে ?
বারে বারে- বারে বারে !!
কে উঁকি দেয়
খিল আঁটা জানালায় ?
ভোরের বেহায়া শিশির
হু হু করে যায়,
অবেলায়-
অদেখায়- অজানায় ॥
কে মেরেছে ঢিল
টিনের চালায় ?
মরিচিকা ছিটিয়ে পড়ে
একেলা বিছানায়,
অয়েশি ঘুমের ওম-
শীতল কাঁথায় ।
কে ডাকে চেনা লয়ে,
আঁধারে আঙ্গিনায় ?
কার কানে ঝুমকা দোলে-
পরিচিত ইশারায়,
কে যায় ?
মাঘের আয়েশি ঘুম-
কে ভাঙ্গায় অবেলায় ।
বৈশাখী নিমন্ত্রণে
পাগল করে মন,
মধু মাসে মধু ক্ষণে
চোখে চোখে পণ,
আষাঢ়ে বর্ষিলে বুকে-
ওগো প্রিয়জন ।
শ্রাবনে লাগিয়ে জোয়ার
ভাদ্র শেষে খরা,
আশ্বিনে মহামারি
অন্ন নিদ্রা হারা,
কার্তিকে ক্লান্ত আখি
শুকনো কিনারা ।
অঘ্রানে ভেঙ্গেছে নেশা
হারিয়ে দু’কুল,
পৌষের শিশিরে ভেজা
শুকনো সে ফুল,
মাঘের কনকনে হাওয়ায়
তবু , ভাঙ্গে যদি ভুল ।
মিটে না হৃদয়ের তৃষা,
ফাগুন কত দুরে !
শ্রান্ত অধীর ঘুমে
ডানে নড়ে, বামে ঘুরে,
অদুরে কুকিল ডাকে-
সেই বাসন্তি সুরে ।
কে কড়া নাড়ে ?
স্বপ্নের দুয়ারে !
একি ক্ষুধার্ত মনের মায়া,
উঁকি দেয় ভোরে ?
অযথাই কেন দুজন,
এক স্বপ্ন মাইল দুরে !?
-০-
২৩টি মন্তব্য
সুরাইয়া পারভীন
কার আর আছে এতো জোর
বারে বারে অযথাই ভাঙ্গায় ঘুম
নিশ্চয়ই প্রেয়সীই হবে বলুন!
দারুণ লিখেছেন ভাইয়া
এস.জেড বাবু
সত্যিইতো
কার আছে এতো জোড় !
অশেষ শুভকামনা আপু
সকাল সকাল আপনার মন্তব্য দেখে ভালো লাগলো অনেক।
ত্রিস্তান
মিটে না হৃদয়ের তৃষা,
ফাগুন কত দুরে !
আর বেশি দেরি নাই গো দাদাভাই। আরো বেশি করে কড়া নাড়ানোর সময় আসছে…
এস.জেড বাবু
হাহাহা
তাহলে, আয়েশি ঘুমের সময় বুঝি একেবারেই গেল !
অশেষ কৃতজ্ঞতা ও শুভকামনা প্রিয় লিখক।
বন্যা লিপি
মিটে না হৃদয়ের তৃষা,
ফাগুন কত দুরে !
শ্রান্ত অধীর ঘুমে
ডানে নড়ে, বামে ঘুরে,
অদুরে কুকিল ডাকে-
সেই বাসন্তি সুরে ।
কে কড়া নাড়ে ?
স্বপ্নের দুয়ারে !
একি ক্ষুধার্ত মনের মায়া,
উঁকি দেয় ভোরে ?
অযথাই কেন দুজন,
এক স্বপ্ন মাইল দুরে !?
শীতকুয়াশার দিন ফুরিয়ে এলো বলে!
অপেক্ষার দিন ক্রমেই যাচ্ছে সরে সরে।
আসুক ফাগুন তৃষ্ণা নিবারনে।
কবিতায় ভালোলাগা রইলো।
এস.জেড বাবু
///শীতকুয়াশার দিনফুরিয়ে এলো বলে!
দেখাযাক নতুন ঋতূ কি নতুন বার্তা নিয়ে আসে।
কেমন আছেন বন্যা’পু ?
অনেকদিন পর আপনার মিষ্টি মন্তব্য পেয়ে আনন্দিত।
শুভেচ্ছা অশেষ।
সুপর্ণা ফাল্গুনী
সব ঋতু নিয়ে আসলেন শুধু বসন্ত টাই আসার পথে। আরেকটু অপেক্ষা করুন। শুভ কামনা রইলো
এস.জেড বাবু
যাই যাই করছে শীত
বসন্ত গড়ছে ভিত
আসুক চিরতরে প্রতিটি মনের দুয়ারে ঋতূরাজ সগৌরবে।
অনেক অনেক ধন্যবাদ আপু।
শুভেচ্ছা অশেষ
কামাল উদ্দিন
বারোমাসি কবিতাটা কিন্তু বেশ হয়েছে। আসলে ছন্দে ছন্দে মাইল পাড়ি দিলেও ক্লান্তি আসে না মনে……শুভ কামনা সব সময়।
এস.জেড বাবু
আসলেই এডভেঞ্জার প্রিয় অভিযাত্রিদের ছন্দময় পথচলা অসাধারণ রোমাঞ্চকর হবে। নিমিষেই ফুরিয়ে যাবে শতমাইলের পথ।
অশেষ শুভেচ্ছা প্রিয় ভাইজান।
ভালো থাকবেন সবসময়।
কামাল উদ্দিন
এখানে তো দেখছি আরেক কবিতা
এস.জেড বাবু
হাহাহা
কি যে বলে কামাল ভাই।
শুভেচ্ছা আবারও
ছাইরাছ হেলাল
বছর ব্যাপি এই যে এত কড়া নাড়ানাড়ি
কে যে কাকে নাড়ায় তাতো জানা হয়নি!
ক্রমাগত নড়ে-যাওয়া নাড়িয়ে-দেওয়া
জীবনের হাত বাড়তি করে দেয়া
স্বপ্ন-মাইল শুধুই উঁকি দেয়
ধরা দেয় না!
এস.জেড বাবু
আয় হায়-
বলা হয়নি !! বেখেয়ালে
থাক তবে কিছু আড়ালে
হাহাহা-
স্বপ্ন ধরা দিলেই তো শেষ, স্বপ্নহীন কেউ বাঁচে না।
স্বপ্ন আছে তাই আছে নিঃশ্বাস।
দুরেই থাক- শত আলোকবর্ষ দুরে থাক।
কেমন আছেন ভাইজান ?
সুপায়ন বড়ুয়া
একি ক্ষুধার্ত মনের মায়া,
উঁকি দেয় ভোরে ?
অযথাই কেন দুজন,
এক স্বপ্ন মাইল দুরে !?
আপনার স্বপ্ন বাস্তবে
আসুক ফিরে
বারে বারে।
যতই থাকনা দুজন
দুরে বহুদুরে।
শুভ কামনা।
এস.জেড বাবু
কি করে
আর কেমন করে
আজও যে স্বপ্নরা ভবঘুরে
হেলায় নিক্ষিপ্ত আস্তাকুঁড়ে____॥
তবে আপনার শুভকামনায় বদলে যাবে সবই।
এতো মিষ্টি কমেন্ট।
আপনার মন্তব্য পেলেই মনে হয় লিখাটা সার্থক।
ধন্যবাদ ভাইজান।
নিতাই বাবু
অনেকদিন পর আপনার লেখা মনমাতানো একটা কবিতা পড়লাম! সত্যি অসাধারণ লিখেছেন দাদা৷ শুভকামনা থাকলো।
এস.জেড বাবু
প্রিয় ভাইয়ের প্রিয় মন্তব্য-
তাইতো সোনেলা ছেড়ে থাকতে পারি না-
কত্ত যে মিস করি সবসময়।
ভালো থাকবেন ভাইজান।
ফয়জুল মহী
দারুন উপভোগ্য ।
এস.জেড বাবু
অশেষ কৃতজ্ঞতা ভাই
মাহবুবুল আলম
কবিতা ভাল লাগলো। শুভ কামনা।
এস.জেড বাবু
অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাইজান।
সুস্বাস্থ কামনা করছি।
রুমন আশরাফ
অসাধারণ। বেশ ভাল লাগলো বাবু ভাই। শুভ কামনা।