এক রাত্রি

সুরাইয়া পারভীন ১ জুন ২০২০, সোমবার, ১০:০৪:০৪অপরাহ্ন চিঠি ২৫ মন্তব্য

প্রিয় ঝিনুক,

সেদিন সমস্ত শরীর মন জুড়ে ক্লান্তি নেমেছিল, অনুভূতি গুলো হয়েছিল নিস্তেজ। সেদিন সারাদিনই খুব করে মনে পড়েছিল তোমাকে। মনে পড়েছিল রবি ঠাকুরের ছোট গল্পের নায়িকা সুরবালার কথা। সুরবালার জীবনের গল্পের সাথে আমার জীবনের গল্পের কি দুর্দান্ত মিল!সুরবালার মতো আমিও পেয়েছিলাম ভালোবাসার মানুষের সঙ্গে কাটানো স্মরণীয় এক রাত্রি। হ্যাঁ এক রাত্রিই। এক রাত্রিই পেয়েছিলাম তোমাকে। তোমার সাথে এক রাত্রির স্মৃতিগুলো ভীষণ মনে পড়েছিল। মনে পড়েছিল পেছনে ফেলে আসা সব অতীত।

যদিও কিছু ভোলা হয়ে উঠেনি, ফেলে আসা হয়নি কিছুই। যা ছিল একান্ত নিজের যেমন, তা এখনো আছে ঠিক তেমন। তবুও সেদিন, সেদিন একটু বেশিই মনে পড়েছিল। তোমাকে ভেবে খুব কষ্ট হচ্ছিল, নিঃশ্বাস নিতে পারছিলাম না। যেন থেমে গিয়েছিল আমার সমস্ত স্পন্দন। খুব ইচ্ছে করছিল কোনো না কোনো অযুহাতে একটিবার কথা বলতে। শুধু একটি বার দেখতে। কিন্তু সেদিন কেনো জানি মনে হয়েছিল কোনো এক অদ্ভুত অদৃশ্য শক্তির বলয় আমাকে ঘিরে করে রেখেছে! অদৃশ্য সেই শক্তি কিছুতেই তোমার সাথে কথা বলতে দিল না। সেই শক্তির বলয় ভেদ করে আমি আসতে পারিনি তোমার কাছে। ডায়াল লিস্টে ফোন নম্বর টাইপ করেও কল দিতে পারিনি।

ইতি

তোমার অন্তরের অন্তঃস্থলে সংগোপনে লুকিয়ে রাখা স্বচ্ছ মুক্তদানা।

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ