এক যুগের অনুভূতি

মনির হোসেন মমি ৯ ফেব্রুয়ারি ২০১৪, রবিবার, ০৪:৫৪:০১অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ১৪ মন্তব্য

বারোটি বছরে একটি বারও মনে পড়েনি আমায়

উম্মাদনায় চাওয়া ভালবাসার আবদার

"ভালবাসি তোমায়"

মনে পড়ল আজ তোমার, বারোটি বছর পর!।

বলো কেমন আছো, এত দিন পর?

ভালো!একটি দীর্ঘ স্বাসে বেরিয়ে এলো,

একটুও বদলাওনি তুমি,সেই হরিনি চোখেঁর বাকা চাহনি

শুধু কাশঁফুলে ছেয়ে গেছে চুলের ভাজেঁর মধ্য মণিতে।

তোমার কথা বলো,তুমি কেমন ছিলে এতদিন?

ছিলামতো ভাল একা!বিরহের গেথেছিঁলাম বাসর ঘর,

রাত্রীর নির্জনতায় ঘুমিয়ে আছে পৃথিবী,জেগে শুধু আমরা দু'জন

অতীতে হারিয়ে যাওয়া নিজেদের খোজারঁ আনন্দে।

জীবনকে আর কত ঠকাবে?

জীবন করোনি কেনো শুরু ...এখনও,

যা হবার তা হয়ে গেছে ,পাবেনা ফিরে আর,

মিথ্যের পিছু হেটে সূখ কি পাবে তুমি আর ?

সূখ!না হয় সূখ আমার মরিচিকায় বন্দী

সত্যি করে বলো তুমি কি পেলে, তুমিও কি সূখী হতে পেরেছ ?,

হঠাৎ বিজলীর চমকানো,চারদিক নিস্তব্ধতায়

জোনাকীঁরা আলো দিয়ে বেড়ায় কালো মেঘের আধারেঁ।

জানো,আমার দুষ্টুটা ঠিক তোমারি মতন এক রোখা,

বয়স কত?কি নাম রেখেছ তার?

সাত কি আট ,নামটা তোমারি দেয়া তোমারি প্রিয় "মমি"

বেশ হয়েছে! ভূলতে দিবে না কি আমায়?।

বারোটি বছরে বহুবার করেছি পণ

মুছে দিব তোমার স্মৃতি,পারিনি আজও... ভেসে উঠেছে বার বার,

স্বচ্ছ কাচেঁর মতন মনের আয়নায় তোমার মায়াবী মূখটি

তোমার চলার ছন্দের তালে হারিয়ে যেত বার বার এ মন।

জানি,হেরেছি আমি তোমার ভালবাসায়

তীলে তীলে ক্ষয় হয়েছে আমার শুষ্ক হৃদয়,

তবুও ভাবি,আমি সূখী তোমার রোমান্টিকতায়

 তাই বারোটি বছর পর বেড়ে যায় হৃদয়ের হা হা কার।

শীত যাচ্ছে ,বসন্ত আসবে

কৃঞ্চচূড়ায় লাগবে ভালবাসার আগুন

মনে পড়ে একদিন, তুমি ছিলে আমার কত যে আপন

ঠিক এমনি মনে পড়ে আমারও তুমি যে ছিলে আমার নিঃস্বাস।

সেই বারো বছরে তুমি যেমন ছিলে কথার কারিগর

আজও তেমনটি আছো,একটুও বদলায়নি তোমার কবিতার সূর,

তুমিওতো তাই,সে চিরচেনা মূখ,পাগল করা মিষ্টি হাসি

বিরহে বদলে যায়নি তোমার ভালবাসার নিবীর দুষ্টমি।

অনেক হলোত রাত মন বলে উঠি উঠি

ক্ষতি কি আর একটু বসো,না হয় আজ সময়টাকে দিলে ছুটি,

অনেক কথা রইলো যে পড়ে তৃঞ্চার্থে যেন মরুভূমি

আবার হবে কি দেখা,পাবো কি সময় জীবনের ধারে।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ