এক বিকেলের তরে তুমি এসো…!

সিহাব ১৯ জানুয়ারি ২০১৫, সোমবার, ০৮:১৪:৪৫অপরাহ্ন বিবিধ ১৫ মন্তব্য

বাড়ির ছাদে আমি তোমার সাথে ঘুড়ি উড়াবো !

নাটাইয়ের ভারটা তুমিই বইবে !

আকাশময় ঘুড়ির ছটফটানিতে তুমি বিভোর হয়ে রবে,

আর আমি বিভোর হব তোমার সেই কান্ড দেখে !

খোলা চুলে যখন তুমি আকাশে ঘুড়িতে মনোনিবেশ করবে,

তখন আমি তোমাড় খোলা চুলের বাড়ন্ত খেলা দেখবো !

মাঝে মাঝে যে হাসির ঝলক দেখা যাবে,

তখন আমি তোমার ঐ মুক্তোসম দাঁতের ঝিলিক দেখবো !

আমায় যখন বার বার তুমি ডাকবে,

তখন আমি দূরে থেকেই তোমার কাছে যাব !

পড়ন্ত বিকেলের রোদ তোমায় যে কী ভাবে সাজিয়ে দেয়,

তা আমি...হ্যাঁ আমিই দেখতে চাই !

অসভ্য হাওয়া তোমার ওড়নাকে কেড়ে নিতে চাইবে,

আমি দূর থেকে তোমার এবং হাওয়ার যুদ্ধ দেখবো !

ওড়না বিজয় যুদ্ধ !

খোলা চুলের সুগন্ধী হাওয়া

বাতাসে ছড়িয়ে আমায় এসে ছুঁয়ে যাবে,

আর তাতেই আমার শেষ বিকেলে

তোমায় পাওয়া পূর্ণ হবে !

কবে আসবে তুমি?

প্রতিদিনই বিকেল আসে,

বাতাস বহে,

রোদ ঝরে যায় !

কিন্তু তুমিই যে নেই ,

তাই সব থাকাতেও আজ আমার কিছুই নেই !

তুমি কবে আসবে প্রিয়া?

আমার জন্যে না হোক,

একবারের জন্যে হলেও আসো।

এক বিকেলের তরে...!

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ