এক নিদারুণ সন্ন্যাস

ছাইরাছ হেলাল ১৫ ডিসেম্বর ২০১৮, শনিবার, ১০:২১:৪৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

সময় বয়ে যায় নিয়মের নিয়মে
নিয়মের বেড়াজাল টপকে,
একা ফেলে যায়, একাকী রেখে,
দারুণ অবহেলে;
নিমজ্জিত সময়ে যুক্ত করি
অনুপম স্বপ্নের আকাশ-বাড়ী
ধারাপাতের বৃক্ষটি আগলেও রাখি।

তুচ্ছতায় ভাবি
কেটে যাবে প্রেমের শীত-নিদ্রা এক্ষুনি,
দহন জ্বালায় জ্বলে জ্বলে আঁকিনি
অবিরল অনুভব উচ্ছলতায় নৈঃশব্দের
কোন এক নিপুণ অবদমিত সন্ন্যাসিনী;

সময়ের সিঁড়িতে সিঁড়িতে পা ফেলে ফেলে
দূর-নিকট-পড়শির ফানুস জানালায় চোখ রেখেছি
দারুণ নির্মোহ প্রেমাবেশে;

ঘুম-অ-ঘুমের কাজল-মেয়ে ঘুমোয় এবার,
চাঁদহীন রাত-অন্ধকারের আতীব্র ঝলকের নিকুচি করে;
ছিটেফোঁটা ভেজাশ্রুর স্মারক পেছনে ফেলে।

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ