এক কাপ চা

আরজু মুক্তা ২৫ জানুয়ারি ২০২০, শনিবার, ১২:৩৮:৩৬পূর্বাহ্ন কবিতা ৩৩ মন্তব্য

চা, কি শুধুই চা!! আকর্ষণীয় নয়?
উপাদানের সাথে থাকে অমূল্য সময়।

কেটলিটা একটা জীবন সমুদ্রের মতো
হাসি, কান্না, দুঃখ জটিলতায় ভরা,
আগুনের প্রজ্বলিত শিখাটি
পরাজিত করবে না আমার শক্তিকে;
হয়তো বা সময়কে দ্বিধানিত্ব করে
হাঁটু গেড়ে, বসে আকুতি জানাতে হবে।।

বাষ্প হচ্ছে আমার দীর্ঘশ্বাস
মায়ের মমতায় প্যাঁচিয়ে থাকে সারাক্ষণ।
সুগন্ধিটা স্বর্গীয় ধারা
তাইতো ঈশ্বরও উপহাস করে।।
আমি চা এর মতো হয়ে যাই
পরোপকারী এক অপ্সরী।

প্রত্যহ সকালে চায়ের সুগন্ধ
অপেক্ষারত বাতাসকে মাতাল করে।
পেয়ালা প্রস্তুত; চা এর ওম নেবে বলে
সাথে মিশে থাক জীবনপ্রবাহ,
যুদ্ধ বন্ধ হোক, পাশবিকতা দূর হোক
ভালোবাসা জয় করুক হৃদয়।
চুমুকে চুমুকে বিদায় নেক গভীরতম দুঃখ
দিগন্তরেখা উজ্জ্বল হোক আগামীকাল।।

পৃথিবীটা আসলেই চায়ের মতো
চলো, পান করি; মুক্ত হই।।

 

0 Shares

৩৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ