
চা, কি শুধুই চা!! আকর্ষণীয় নয়?
উপাদানের সাথে থাকে অমূল্য সময়।
কেটলিটা একটা জীবন সমুদ্রের মতো
হাসি, কান্না, দুঃখ জটিলতায় ভরা,
আগুনের প্রজ্বলিত শিখাটি
পরাজিত করবে না আমার শক্তিকে;
হয়তো বা সময়কে দ্বিধানিত্ব করে
হাঁটু গেড়ে, বসে আকুতি জানাতে হবে।।
বাষ্প হচ্ছে আমার দীর্ঘশ্বাস
মায়ের মমতায় প্যাঁচিয়ে থাকে সারাক্ষণ।
সুগন্ধিটা স্বর্গীয় ধারা
তাইতো ঈশ্বরও উপহাস করে।।
আমি চা এর মতো হয়ে যাই
পরোপকারী এক অপ্সরী।
প্রত্যহ সকালে চায়ের সুগন্ধ
অপেক্ষারত বাতাসকে মাতাল করে।
পেয়ালা প্রস্তুত; চা এর ওম নেবে বলে
সাথে মিশে থাক জীবনপ্রবাহ,
যুদ্ধ বন্ধ হোক, পাশবিকতা দূর হোক
ভালোবাসা জয় করুক হৃদয়।
চুমুকে চুমুকে বিদায় নেক গভীরতম দুঃখ
দিগন্তরেখা উজ্জ্বল হোক আগামীকাল।।
পৃথিবীটা আসলেই চায়ের মতো
চলো, পান করি; মুক্ত হই।।
৩৩টি মন্তব্য
ত্রিস্তান
বাপরে খাইছে…এতো দেখি চা মনে করে পুরো পৃথিবীটাই খেয়ে ফেলতে চাইছে 😄😄
আরজু মুক্তা
সেরকম হলে ভালোই হতো।
দিন দিন জীবন অনেক কঠিন হয়ে যাচ্ছে।
নিতাই বাবু
স্বাদের চা, তোমাকে নমস্কার!
বলো– তোমায় কে করেছে আবিষ্কার?
কারণ, তুমি এখন আছো ভক্তিতে,
মানুষের রক্তে, দেশের অর্থনীতিতে,
ঘরে-বাইরে, দেশের আনাচে-কানাচে,
অতিথি আপ্যায়নে, অফিসে আদালতে।
তাই আমার জানার খুবই দরকার!
স্বাদের চা, তোমায় কে করেছে আবিষ্কার?
সুপর্ণা ফাল্গুনী
ওয়াও দাদা যা মন্তব্য দিলেন। ভালো লাগলো অনেক
আরজু মুক্তা
ভালো বলেছেন। চায়ের কাপেই হোক তীব্র প্রতিবাদ।
শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
আপু চা নিয়ে এমন ভাবনাকে বিস্ময় জানিয়ে গেলাম।। জীবন আর চা যে এমন ভাবে মিশে আছে বুঝলাম। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
আরজু মুক্তা
ভালো লাগলো মন্তব্য।
শুভকামনা জানবেন!
সুপায়ন বড়ুয়া
যুদ্ধ বন্ধ হোক, পাশবিকতা দূর হোক
ভালোবাসা হেক জয়
চায়ের কাপে ঝড় উঠেছে
দু:খ মুক্ত হয়।
আরজু মুক্তা
হুম। ভালোবাসার জয় হোক।
কামাল উদ্দিন
সত্যিই এ এক অন্য রকম ভাবনা, ভালোলাগা জানিয়ে গেলাম আপু।
আরজু মুক্তা
শুভেচ্ছা জানবেন।
কামাল উদ্দিন
আপনাকেও আন্তরিক শুভেচ্চা আপু
ইসিয়াক
অন্য রকম ভাবনায় ভালো লাগা।
শুভকামনা।
আরজু মুক্তা
ভালো থাকবেন।
সুরাইয়া পারভীন
পৃথিবীটা আসলেই চায়ের মতো
চলো, পান করি; মুক্ত হই।।
তবে আর অপেক্ষা কিসের! চলুন করি চায়ের কাপে উষ্ণ চুমুকে পৃথিবীকে করি পান।
আরজু মুক্তা
তাছাড়া উপায় নাই। জটিলতা দূর হোক।
শুভকামনা জানবেন।
ছাইরাছ হেলাল
আপনি চা খোর!
পুরো পৃথিবী এক চুমুকে খেয়ে ফেলতে চান!
একটু জানান দিয়েন, কিন্তু!
আরজু মুক্তা
পুরা পৃথিবী একটু একটু করে খাবো।
ভালো লাগবে, পাশে থাকলে।
শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
বাপরে! পুরো পৃথিবী খেলে আমরা কৈ যাবো???🙄🙄🙄🙄
তৌহিদ
চা চা চা! এই ঠান্ডায় এক কাপ চা চাই ই চাই। পৃথিবীটা উষ্ণ চা ময় ☺
আরজু মুক্তা
একদম
ফয়জুল মহী
দারুণ। মনোমুগ্ধকারী লিখনী ।
আরজু মুক্তা
শুভকামনা জানবেন।
সাদিয়া শারমীন
বা্হ! কি চমৎকার বললেন! চায়ের সাথে জীবনের মিল করন। ভাল লাগলো।
আরজু মুক্তা
শুভকামনা জানবেন।
জিসান শা ইকরাম
তোমার এই কবিতায় মুগ্ধ হয়ে গেলাম,
জীবনের সাথে মিল রেখে চা পান,
অনেক অনেক ভাল লেগেছে কবিতা।
শুভ কামনা সব সময়ের জন্য।
আরজু মুক্তা
আপনার মন্তব্য বরাবরই অনুপ্রেরণামূলক।
ভালো থাকবেন।
সঞ্জয় মালাকার
দিদি পড়ে ভালো লাগলো খুব, আপনার জন্য রইলো অনেক শুভ কামনা।
আরজু মুক্তা
দাদা, ধন্যবাদ।
শুভকামনা।
দালান জাহান
চমৎকার চা
আরজু মুক্তা
হুম। স্বাদটাও ভিন্ন।
জাকিয়া জেসমিন যূথী
যেমন সুন্দর করে লিখলেন কথামালা। তেমনই সুন্দর এক কাপ চায়ের ছবিটা।
আরজু মুক্তা
ধন্যবাদ আপু