একেই বলে ভালোবাসা

জাহাঙ্গীর আলম অপূর্ব ২৯ নভেম্বর ২০২০, রবিবার, ০২:১০:২০অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য
বাংলাকে আর বাংলার মানুষকে ভালোবেসে
যে সহ্য করেছে নানা নির্যাতন নিপীড়ন
আর মিথ্যা মামলার অভিযোগে
ভোগ করেছে কারাগার
বাংলা আর বাঙালিকে ভালোবাসার জন্য
লড়তে হয়েছে বিষাক্ত হায়েনার সাথে
যিনি ছিলেন নির্ভীক মানব
যে কাজ করেছে নিঃস্বার্থ ভাবে
যার  ছিলে না কোনো ক্ষমতার লোভ
যাকে কিনতে পারেনি লোভ দেখিয়ে পাকিস্তানিরা
শুধু বাংলার মানুষের জন্য বিসর্জন দিয়েছে
নিজের জীবনের সব সুখ আহ্লাদ
এমন নেতা হাজার বছরে বাংলায় জন্মায়নি
যিনি ক্ষণজন্মা সিংহ পুরুষ
যার গর্জনে ভীতু পাকিস্তানীরা নিয়েছে লেজ গুটিয়ে
যার  কথায় অনায়াসে ঝাপিয়ে পড়েছে লাখ লাখ জনগণ
যিনি ছিলেন বাঙালির ভাগ্য বিধাতা
যার মুখের প্রতিটি কথা অমৃত
যারকথা গুলো বাঙালিকে করেছে প্রাণের সঞ্চার
যাঁর জন্য বাংলার আকাশে উঠেছে মুক্ত সূর্য
যিনি ছিলেন সত্য ও ন্যায়ের প্রতীক
এমন গুণের মানব আর নেই ধরাতে
তার কাছে থেকে সবার শেখের আছে
ভালোবাসা কাকে বলে।
রচনাকালঃ
২৮/১১/২০২০
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ