আপনি এই পোস্টও ২৪ ঘন্টার পুর্বেই প্রকাশ করেছিলেন। সময় পালটে দেয়া হয়েছে।
এই পোস্ট যদি আর আট মিনিট পরে প্রকাশ করতেন, তা হলে কি সমস্যা হতো আপনার বলবেন কি? আমাদের ধারনা হচ্ছে আপনি কখনোই অন্যদের মত অনুমোদিত ব্লগার হতে পারবেন না। আপনার নীতিমালা অমান্যের মনোভাব আপনাকে কখনোই সরাসরি পোস্ট দেয়ার অধিকার দেবে না।
কিছু পরামর্শ আপনার জন্য।
১। অন্য ব্লগারদের পোস্টে গিয়ে দেখুন, কিভাবে ব্লগে মন্তব্য করতে হয়।
২। কিভাবে মন্তব্যের জবাব দিতে হয় তা শেখা উচিত অন্যদের জবাব দেখে।
৩। আপনি যে অন্যদের লেখা না পড়েই মন্তব্য করেন, তা কিন্তু সবাই বুঝতে পারে। তাই লেখা পড়ে লেখা অনুযায়ী মন্তব্য করুন।
৪। অসাধারন লিখেছেন, চমৎকার লিখেছেন এমন ধরনের মন্তব্য ফেসবুকে চলে। ব্লগে মন্তব্য করতে হলে কেন ভালো লেগেছে এটি বলতে হয় মন্তব্যে।
** আমরা সন্দিহান যে এই মন্তব্যও আপনি পড়বেন না। না পড়েই জবাব দিবেন।
শুভ ব্লগিং।
অন্য কাউকে তো বলে দিতে হয়না, আপনি ২৪ ঘন্টা অর্থই তো বুঝেন না। উপরে আপনার পোস্টের শিরোনামের নিচেই পোস্ট প্রকাশ হবার সময় আছে। একটু খুঁজে দেখুন।
আজ দুপুর ২:১০ মিনিটে এই পোস্ট প্রকাশ হয়েছে।
আগামীকাল পোস্ট দিবেন দুপুর ২:১১ মিনিটের আগে নয়। তারপরদিন ২:১২ মিনিটের আগে নয়।
আপনাকে এই শেষ বারের মত বলা হলো। আর বলা হবে না।
অন্য কোনো ব্লগারকে এ বিষয়ে কখনো বলে দিতে হয়নি। তারা নীতিমালা পড়ে নিজেরাই বুঝে গিয়েছে কি করতে হবে। নীতিমালা পড়ুন।
শুভ ব্লগিং।
১০টি মন্তব্য
ব্লগ সঞ্চালক
আপনি এই পোস্টও ২৪ ঘন্টার পুর্বেই প্রকাশ করেছিলেন। সময় পালটে দেয়া হয়েছে।
এই পোস্ট যদি আর আট মিনিট পরে প্রকাশ করতেন, তা হলে কি সমস্যা হতো আপনার বলবেন কি? আমাদের ধারনা হচ্ছে আপনি কখনোই অন্যদের মত অনুমোদিত ব্লগার হতে পারবেন না। আপনার নীতিমালা অমান্যের মনোভাব আপনাকে কখনোই সরাসরি পোস্ট দেয়ার অধিকার দেবে না।
কিছু পরামর্শ আপনার জন্য।
১। অন্য ব্লগারদের পোস্টে গিয়ে দেখুন, কিভাবে ব্লগে মন্তব্য করতে হয়।
২। কিভাবে মন্তব্যের জবাব দিতে হয় তা শেখা উচিত অন্যদের জবাব দেখে।
৩। আপনি যে অন্যদের লেখা না পড়েই মন্তব্য করেন, তা কিন্তু সবাই বুঝতে পারে। তাই লেখা পড়ে লেখা অনুযায়ী মন্তব্য করুন।
৪। অসাধারন লিখেছেন, চমৎকার লিখেছেন এমন ধরনের মন্তব্য ফেসবুকে চলে। ব্লগে মন্তব্য করতে হলে কেন ভালো লেগেছে এটি বলতে হয় মন্তব্যে।
** আমরা সন্দিহান যে এই মন্তব্যও আপনি পড়বেন না। না পড়েই জবাব দিবেন।
শুভ ব্লগিং।
জাহাঙ্গীর আলম অপূর্ব
বলেন আমি প্রতিদিন কখন পোস্ট করব
দয়া করে সময় টা আমাকে বলে দিন।
তাতে আমার অনেক সুবিধা হবে।
আমিও সকলের মতো অনুমোদিত ব্লগার হতে চাই
শুভকামনা রইল সদা।
ব্লগ সঞ্চালক
অন্য কাউকে তো বলে দিতে হয়না, আপনি ২৪ ঘন্টা অর্থই তো বুঝেন না। উপরে আপনার পোস্টের শিরোনামের নিচেই পোস্ট প্রকাশ হবার সময় আছে। একটু খুঁজে দেখুন।
আজ দুপুর ২:১০ মিনিটে এই পোস্ট প্রকাশ হয়েছে।
আগামীকাল পোস্ট দিবেন দুপুর ২:১১ মিনিটের আগে নয়। তারপরদিন ২:১২ মিনিটের আগে নয়।
আপনাকে এই শেষ বারের মত বলা হলো। আর বলা হবে না।
অন্য কোনো ব্লগারকে এ বিষয়ে কখনো বলে দিতে হয়নি। তারা নীতিমালা পড়ে নিজেরাই বুঝে গিয়েছে কি করতে হবে। নীতিমালা পড়ুন।
শুভ ব্লগিং।
জাহাঙ্গীর আলম অপূর্ব
ওকে
আরজু মুক্তা
আমাদের জাতির মহানায়ক
জাহাঙ্গীর আলম অপূর্ব
তার জন্য আমরা পেয়েছি স্বাধীনতা
ফিরে পেয়েছি আমরা কথা বলার অধিকার।
শুভকামনা রইল
সুপর্ণা ফাল্গুনী
ভালোবাসা একেই বলে -সুন্দর ভাবে জাতির পিতাকে উপস্থাপন করেছেন বলে অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
জাহাঙ্গীর আলম অপূর্ব
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বাঙালিকে যে ভাবে ভালোবেসে তার মতো ভালোবাসা
আর কেউ দিতে পারবে না ।
শুভকামনা রইল প্রিয় পাঠক।
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর লেখেছেন কবি দা অনেক বিনম্র শ্রদ্ধা জানাই
জাহাঙ্গীর আলম অপূর্ব
আপনকে শ্রদ্ধা জানায়।
এত সুন্দর মন্তব্য করার জন্য।