একুশ

ফজলে রাব্বী সোয়েব ২১ ফেব্রুয়ারী ২০২২, সোমবার, ১১:২৭:৪৯পূর্বাহ্ন কবিতা ৭ মন্তব্য

একুশ আসলো আবারো ঘুরে ফিরে।

শহীদদের আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে

এখন আর যাওয়া হয় না শহীদ মিনারে।

আগের মত দেশপ্রেমটা বোধহয় আর নেই।

জীবিত মানুষের দেশে মৃত আত্মার ভিড়,

সেই শহীদদের আর স্মরণ করি না আগের মত।

শ্রদ্ধাবোধটাকেও গলা টিপে মেরে ফেলেছি!

আমার আত্মাটাও আজ মৃত বলে মনে হয়।

 

লিখাটাকে আর এগুতে পারলাম না আর,

থামলাম এখানেই।

নষ্ট মানুষের ভিড়ে, নষ্ট আমিও,

একুশকে আর নষ্ট করলাম না।

৩৬৮জন ৩১৪জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ