একুশ মানেই

প্রদীপ চক্রবর্তী ২১ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ০৭:০৮:৪৪পূর্বাহ্ন কবিতা ৯ মন্তব্য

একুশ মানেই অহংকার,
একুশ মানে কৃষ্ণচূড়ার গায়ে রক্তস্নাত।

একুশ মানে বসন্তেরকোকিল কুহুধ্বনি।
একুশ মানে সূর্যাস্তের লালচে রং।
একুশ মানে পবিত্র বেদীতে দেখা রক্তেমাখা শহীদ।
একুশ মানে কন্ঠে কন্ঠে পবিত্র সংগীত।

একুশ মানে শ্লোগানে জাগরিত করা শহীদের আত্মা।
একুশ মানে নগ্নপদে বেদীতে পুস্পস্তবক অর্পণ করা।
একুশ মানে আবালবৃদ্ধবনিতার মুখে মাতৃভাষা।
একুশ মানে ফাল্গুনের বিকশিত আম্রমকুল।

একুশ মানে মায়েরকোলে শিশুর আনাগোনা।
একুশ মানে রাষ্ট্রভাষা বাংলা।
একুশ মানে শহীদের প্রতি গভীর শ্রদ্বাঞ্জলি।
একুশ মানে সুবর্ণখচিত শস্যের মাঠ।

একুশ মানে লাল সবুজের পতাকা।
একুশ মানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা।

একুশ মানে নির্ভয়ে রাজপথে চলা।
একুশ মানে তালগাছে ঝুলানো বাবুইপাখির বাসা।
একুশ মানে তোমার আমার জন্মগত অধিকার।
একুশ মানে নমস্কার জানানো সকল শহীদের প্রতি।

একুশ মানে চলনবিলের মাঝির পাল উড়ানো নৌকা।
একুশ মানে ডালে ডালে নব পল্লবের ধারা।
একুশ মানে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের ধ্বনি।
একুশ মানে ঊনসত্তর হাজার লোকালয়ের কন্ঠধ্বনি।

একুশ মানে সাম্যের ভাষা।
একুশ মানে মোদের বাংলাভাষা।

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ