একুশ আসে ফিরে !

সুপায়ন বড়ুয়া ২১ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ১১:১৩:১৪পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

একুশ আসে ফিরে বারবার
যেখানে গেড়েছে শিকড় অন্যায় অবিচার।
একুশ আসে ফিরে বারবার
যেখানে প্রতিবাদে মানুষ হয় সোচ্চার
দাবি আদায়ে মুখরিত হয় রাজপথ
যেখানে রক্ত ঝরে উন্মুক্ত প্রান্তর।
একুশ আসে ফিরে বারবার
যেখানে মরিচা পড়ে শোষণ আর বঞ্চনার।

একুশ আসে ফিরে বার বার
যেখানে বঞ্চিত হয় মানুষের ন্যায্য অধিকার।
একুশ আসে ফিরে বার বার
যেখানে পাখা মেলে মিথ্যা দাম্ভিকতার।
বিভেদের উঠে দেয়াল
প্রতিংসায় জ্বলে উঠে শান্ত জনপদ
মিথ্যায় করে বসতি
একুশ আসে ফিরে বার বার
যেখানে বিষাক্ত নকর পড়ে হিংস্র দানবের।

একুশ আসে ফিরে বার বার
যেখানে নিলজ্জ আস্ফালন হয় পৈশাচিক উন্মাদনার
একুশ আসে ফিরে বার বার
যেখানে পোড়া মাটির গন্ধ শুকে হিংস্র প্রেতাত্বার
অন্যায় অবিচার শোষন বঞ্চনার বিরুদ্ধে
গর্জে উঠে বারবার।
সেখানে একুশ আসে ফিরে বার বার
ফুলেল শয্যায় জেগে উঠে একটি মিনার
সাড়া বিশ্বে আজ আলোড়ন তুলে যায়
চেতনায় অবিনশ্বর, বাংলার শহীদ মিনার।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ