একা স্টেশন…

শুন্য শুন্যালয় ২০ ডিসেম্বর ২০১৩, শুক্রবার, ০১:৪৭:৫২অপরাহ্ন কবিতা ৩২ মন্তব্য

এক স্টেশনে কেটে যাওয়া দিন,
রঙ্গিন লাগেজে ভরা এলোমেলো টিফিন।
কানে গোজা এয়ার ফোনে একঘেয়ে সুর,
আমার জন্য তুমি আর তোমার জন্য আমি
সব মিথ্যে বাহাদুর।।

দেয়ালে হেলান দেয়া সাহসী যুগল
লজ্জার ন্যাকামি ছেড়ে আদরে পাগল,
চোখের লাগামে মুখ নামিয়ে নেয়া,
গুরুজি ঠিকই বলে,
যাব প্যায়ার কিয়া তো ডারনা কেয়া ।।

কোথা থেকে উড়ে আসা এক সাদা পাখি
পায়ে পায়ে কাছে আসে
চিপস খাবি আয়, করি ভাগাভাগি।
মোবাইলে ফেসবুক, অপেক্ষায় বন্ধু হালি হালি
শুধু ইনবক্স খালি  🙁

আমার অপেক্ষার ট্রেন থামে আড়মোড়া ভেঙ্গে
সন্ধ্যে নামে স্টেশনে অন্যরকম রঙ্গে,
নামে তারা ওঠে কেঊ,
আমিও করি সময়ে আরোহন
চেয়ে দেখি, পরে থাকে একা এক স্টেশন ।।

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ