একাপনা

ইঞ্জা ২৩ মে ২০১৭, মঙ্গলবার, ১২:০৭:৩০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য

 

 

অন্ধকারময় ঐ আকাশের নিচে একলা আমি, অনুভূতি গুলোকে ভোতা করে দিয়ে চুপচাপ বসে থাকি
কিন্তু অনুভূতি গুলো জ্বলজ্বল করে উঠলো, আকাশের তারা গুলোর মিটমিট করা আলো যেন বলছে, কেন একা থাকা, সাথী কই তোমার?
মনে মনে বললাম, সাথী নেই, সাথী হিন আমি, একলা থাকি।
কে বলেছে তুমি একা, আমরা আছি তোমার সাথে, ফিসফিসিয়ে জোনাকি জানিয়ে গেল।
ভেঁপু আওয়াজ শুনে চমকে তাকালাম দূর নদীতে, ঠাহর করে দেখলাম মিটমিটে আলো জ্বালিয়ে নিজ পথে লঞ্চখানি, টর্চ লাইট এদিক সেদিক করে দিক খুঁজে এগিয়ে যায়।
অনেকক্ষণ চেয়ে রইলাম দূর নদী পথে, লঞ্চখানি এক সময় মিলিয়ে গেল রাতের অন্ধকারে, আমাকে একলা করে।
আমি নিজেকে আবার একলা মনে করি, কিন্তু ব্যাঙ গুলোর ঘ্যানঘ্যানানি একলা থাকতে দিলো কই, উঠে পড়লাম, যাবো বাড়ীর পথে।
হঠাৎ এক জ্বলজ্বলে চোখ দেখে চমকে উঠলাম, চোখটি এগিয়ে আসছে, আমার ঠোঁটের কোণে খেলে গেলো এক কোণিক হাসি।
শেরু পাড়ারই কুকুর, মাঝে মাঝে আমি খাওয়াই বলেই চিনে আমায়, হয়ত দূরে কোথাও বসে পাহারাই ছিলো, বুঝলাম আমি একলা থাকতে চাইলেও আমি একলা নই, সবাই আছে আমার সাথে।

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ