
আমরা মানুষ বলেই চিরসুন্দর পৃথিবীর এই প্রকৃতি আর আশেপাশে বসবাসকারী মানুষদের সাথেই আমাদের চিরকালের সম্বন্ধ। একথা সত্যি যে প্রকৃতি ও মানব রহস্য চিরকালই আমার কাছে ব্যাখ্যা উপাদেয় ও লোভনীয় রস সঞ্চারী। তাই এদেরকে ছাড়তে চাইলেও যে ছাড়া যায়না এবং এতে আমার দারুণ বেদনাবোধ হয়, এটাই স্বাভাবিক। এই বেদনাগুলোর কিছু ভুলে থাকা কিন্তু কারও ভালো করার উদ্দেশ্যে নয়, বরং মিথ্যে প্রবঞ্চনাকর অনুভবে নিজের কাছে নিজেই আত্মতুষ্টিতে থাকা। মিথ্যেমিথ্যি হলেও যেন মনে হয় আমি ভালো আছি।
আবেগহীনভাবে সহজ দৃষ্টিতে এসবকিছুকে কৌতুকের আবরণে দেখি আর চোখের জল মুছি। তাই মিথ্যে আত্মতুষ্টি নিয়ে কোনো বিতর্ক বিচার না করে এবং কোনো চিন্তাভাবনায় আন্দোলিত না হয়েও যেকোনো সামাজিক নিয়ম বা চিরপ্রচলিত প্রথাকে আমি মেনে নেই, অন্ততপক্ষে চেষ্টা করি। দুঃখ সুখের গ্যাঁড়াকলে উদ্বেলিত না হয়ে সহজ সরল ও সুন্দর দৃষ্টি দিয়ে আমি এই জগতকে, নিজের জীবনকে ক্ষণকালের জন্য হলেও দেখতে চাই।
সংসারের দুঃখ-বেদনা, আশা-নৈরাশ্য, ভাবনা-চিন্তার এসবই অতীত হয়ে যায় একটা সময়। সত্যিটা হলো এগুলোকে সহজভাবে মেনে নিতে চাইলেও অনেক সময় আমরা পারিনা। আমি সবসময় এক পরম আনন্দময় নবজীবন চাই। দৃঢ়চিত্তে কামনা করি আমার আমার প্রাপ্তিগুলোকে ফিরে পেতে ও বিতর্কগুলিকে মন থেকে মুছে ফেলতে। ভবিষ্যতের আশা-আকাঙ্ক্ষা ও বর্তমানের সুখ-দুঃখের আন্দোলন মানুষের জীবনকে বিলম্বিত করে এটা যেমন সত্যি তেমনি প্রাপ্তির আনন্দ স্বরূপকে পর্দার আড়ালে কোনভাবেই ঢেকে রাখা যায়না। প্রজ্জ্বলিত আলোর মতই তা দৃষ্টিগোচর হবেই।
আমি এমন এক বর্তমান চাই, যে মুহূর্তে অতীত ভবিষ্যৎ চিন্তা-ভাবনা, রিপুর তাড়না এসবের কিছুই থাকবেনা এবং বর্তমানের সুখ-দুঃখের উত্তেজনাময় অনুভূতিগুলিও থাকবে অস্তমিত। কাম উত্তেজনা সবসময় বিনাশীরুপে আমাদের জীবনে আবির্ভূত হয়। তাই সমস্ত রিপুর বন্ধনমুক্ত হয়ে কালপ্রবাহে সুন্দর শতদলের মত ভাসমান আনন্দঘন ক্ষণিক বর্তমানকে আমি বরণ করে নিতে চাই প্রতিনিয়ত। কেবল অকারণ পুলকে আন্দোলিত হয়ে আমি সেই ক্ষণিক দিনের উৎসব মেলার যাত্রী হয়ে ক্ষণিক জীবনের আনন্দ সঙ্গীত আর গাইতে চাইনা। ক্ষণিকের জন্য হলেও প্রভাতের রুদ্র রঞ্জিত শিশিরবিন্দুর মতো উজ্জ্বল জীবন যাপন করতে চাই।
গতিহীন পঙ্গু জীবনযাত্রাকে উপেক্ষা করে যৌবনের উদ্দাম আবেগ ও চিন্তাহীন মন নিয়েই দুরূহ বিপদসংকুল পথে অগ্রসর হবার তীব্র আকাঙ্ক্ষায় যাত্রা শুরু করতে ইচ্ছে হয় প্রতিনিয়ত। সংসারে পরিপূর্ণতা সর্বাঙ্গ সুন্দরতা আশা করা যায় না। এখানে জীবন ভালো-মন্দ মিশ্রিত এবং সুখ-দুঃখে জড়িত। এসব নিয়ে খুঁতখুঁত করলে আমাদের সুখ-দুঃখ বাড়ে বৈ কমে না।
অস্থির চিত্ত ও অসন্তুষ্টি দ্বারা নিজের জীবনকে দুঃখময় করা বা বিধির-বিধানকে নিন্দা করা বৃথা। সুতরাং অপূর্ণ জীবনকে আমাদের সহজ শর্তে গ্রহণ করা উচিত। এতেই নিহিত রয়েছে মানসিক শান্তি, জীবনের পরিপূর্ণতা, আত্মার পরিশুদ্ধতা।
******
পূর্বের পর্বটি পড়তে এখানে ক্লিক করুন-
******
৩১টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আশাবাদী হয়ে এমন ভাবতে চাই, পারছি কৈ!
আড়ালে বিধাতা হাসেন। তবুও নিরন্তর সুখ-চাওয়া আমাদের তাড়া করে,
আমরা ছুটে চলি অজানা লক্ষ্যে!
তৌহিদ
বিধাতা যেমন আড়ালে হাসেন মানুষের হাসাহাসিও কম নয়। এসবকিছু অগ্রাহ্য করে এগোতে চাই কিন্তু পারিনা আর।
মোঃ মজিবর রহমান
সহজ কথা এক্সায়না গ্রহন সহজে, যা ঘটবে তা ঘটবেই তা মানা যায়না সহজেই……. যদি যহজে মানা যেতো তাহলে অনেক কিছুই সুন্দরতম থেকে সুন্দরো হত। আর অস্থির মন নিবারন করা খুব কস্টের আমি পারিনা।
এটা আমার কাছে অতি দুরুহ ব্যাপার।
ভাবনাটা খুব ভাল লেগছে ভাই
তৌহিদ
লেখা পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইজান। আসলেও অনেক কিছু আমরা সহজভাবে মেনে নিতে পারিনা। এটাই মানুষের চরম অপারগতা।
মোঃ মজিবর রহমান
তৌহিদ ভাই সব ই কি মানুসের অপারগতা!! না সব দিয়ে সব কেড়ে নেওয়ার মত এটা কি ভাবা যেতে পারে?
অনেক কিছুই কন্ট্রল করা গেলেও মন নামক জিনিস্টা কি সম্ভব আদৌ???
যা মুহুরতের মধ্যে অনেক কিছু করতে পারে, ভাবতে পারে আরো পারে মনুসত্য ধংস্ব করতে, তাই নয় কি?
তৌহিদ
হ্যা ঠিকই বলেছেন ভাই। ধন্যবাদ।
ইঞ্জা
এমন সুন্দর অনুভাবী কথা শুনলে কেনা আশাবাদী হয়ে উঠে, খুব ভালো লাগলো ভাই।
তৌহিদ
আশা নিয়েই বেঁচে আছি, থাকি। এটাইতো জীবনের বেঁচে থাকার সম্বল।
ভালো থাকবেন দাদাভাই।
ইঞ্জা
শুভকামনা ভাই
মনির হোসেন মমি
অস্থির চিত্ত ও অসন্তুষ্টি দ্বারা নিজের জীবনকে দুঃখময় করা বা বিধির-বিধানকে নিন্দা করা বৃথা
দারুণ অনুভুতি।
আর মাত্র দুটি!!!!!!!!
শবনম মোস্তারী
আসছে দাদা।😁
তৌহিদ
কি আসছে? কে আসছে? আমিও দেখতে চাই ☺☺
তৌহিদ
আপনার্য কিসের কথা বলছেন? একজন বললো দুটি!! আরেকজন বলছেন আসছে!!
ঘটনা কি খুলে বলেন। জাতি জানতে চায়।☺☺
মনির হোসেন মমি
হা হা হা বলা যাবে না।এ হল ভাই বোনের কথা।
তৌহিদ
কি যে ঘাট পাকাচ্ছেন!!😒😒
শবনম মোস্তারী
অনেক মোটিভেশনাল একটা লেখা।
জীবন চলায় আশাবাদী হওয়াটা জরুরী।
কিন্তু প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মিলন তখনই ঘটবে যখন তা কঠোর পরিশ্রমের মধ্যে আবদ্ধ থাকবে।
অনেক ভালো লিখেছেন।
শুভকামনা রইলো।💜
তৌহিদ
আশা নিয়েই বেঁচে আছি, থাকতে হয়। কঠোর পরিশ্রম না করে আর উপায় কি? বেঁচে থাকতেতো হবেই।
আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম প্রিয়। শুভকামনা রইলো।
বন্যা লিপি
আমরা সকলেই বলি আমরা আশাবাদী! জীবন আমাদের ঠেলে নিয়ে যায় আপনগতিতে। তবু আমরা ঘোরেই থাকি আশা নিয়ে।বিধাতা জানেন বিধাতার মর্জি! আমারা কেবলই ক্রীতদাস/ক্রীতদাসী।
চমৎকার লেখা ভাই।
শুভ কামনা।
তৌহিদ
আশা নিয়েই বেঁচে থাকা, একদিন আশারাও আর আশার বানী শোনাতে আসবেনা। ক্রীতদাস যে!! মনিবের হুকুম পালন করতেই জীবন পার সবার।
শুভকামনা রইলো আপু।
শাহরিন
আশাই মানুষকে বাচিঁয়ে রাখে। সুন্দর মনের মানুষ গুলোই বেশি কষ্ট পায়। শুধু ভয় কষ্টে কষ্টে মনটা না আবার নষ্ট হয়ে যায়।
ছবি দেখে ডরাইছি 😬
তৌহিদ
আশা নিরাশার মাঝেই দোদুল্যমান হয়ে আছি যে!!
ছবিট প্রতীকী আপু। শেকড়বাকড় দিয়ে মাটিতে দাঁড়িয়ে থাকলেও গাছের যেমন অবলম্বন প্রয়োজন তেমনি আমাদের মাথার উপরেও কারও হাতের স্পর্শ বড্ড প্রয়োজন।
নিতাই বাবু
নিঃশ্বাস আছে তো আশা আছে বা থাকবেই। আশা নিয়েই মানবের বেঁচে থাকা। তবে কারোর হয় পূর্ণ, কেউ অপূর্ণতা নিয়েই বেঁচে থাকে। তবুও কিন্তু সহজে আশা ছাড়তে চায় না কেউ! একটি গাছের চারা রোপণ করার আগেই ফলের আশা করে বসে থাকে। অনেকেই ভাবে না যে ফল দেওয়ার মালিক মহান সৃষ্টিকর্তা। আমি শুধু তাঁর হুকুম পালনকারী।
তৌহিদ
মুখে অস্বীকার করলেও মনে মনে কিন্তু তাই করে দাদা। স্বীকার করতে হবেই। সৃষ্টিকে অস্বীকার করার ক্ষমতা তিনি কাউকে দেননি। যা দেখি তা আসলে চাক্ষুষ দেখা, অন্যের মনের খবর কতজনাই বা রাখি!!
ভালো থাকবেন দাদা।
সাবিনা ইয়াসমিন
জীবন কে সহজ শর্তে গ্রহন করতে পারা অসাধারন মানুষদের কাজ। ক্ষুধা-তৃষ্ণা, উচ্ছলতা-ক্লান্তি, প্রত্যাশা -প্রাপ্তি নিয়েই আমাদের জীবন। চলতে হয়, চালাতে হয়। তবে হ্যা জীবনকে যে যত ইতিবাচক ভাবে নিতে পারবে, তার সুখী হবার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।
ভালো লাগলো লেখাটি। শুভ কামনা 🌹🌹
তৌহিদ
ইতিবাচক জীবনযাপন করা মানুষগুলোই সবচেয়ে বেশী সুখী হয়। তা আর পারছি কই?
ভালো থাকবেন আপু।
প্রদীপ চক্রবর্তী
একান্ত অনুভূতি আর একান্ত ভাবনা যখন এমন করে লেখকের মনে প্রস্ফুটিত হয় তখন পাঠক একরাশ মুগ্ধতা রেখে যায়।
প্রাপ্তি আমাদের জীবনের সেরা উপহার।
.
ভালো লাগলো দাদা।
শুভকামনা অহর্নিশ……
তৌহিদ
লেখা পড়ার জন্য ধন্যবাদ প্রদীপ। একান্ত অনুভুতিগুলি আসলে ভাবনার ফসল। কিন্তু বাস্তবতা বিবর্জিত। আমিতো মহামানব নই।
শুভকামনা রইলো।
আরজু মুক্তা
যার যা আছে তা নিয়েই ভালো থাকো। এটা যদি আপনার মর্ম বাণী হয়। তবে কম্পিটিশন এর যুগে অন্যদের মতো আমিও কম দৌড়াই না খরগোসের মতো!
পারিনা থাকতে।। বেদনাবোধ কাজ করে।
তৌহিদ
যা আছে তাই নিয়েই সুখে থাকতে যাই কিন্তু সামাজিক গ্যাঁড়াকল আমাকে আর থাকতে দিচ্ছে কই। সবাই খরগোশের মতই দৌড়াচ্ছি।
রেহানা বীথি
জীবনে অপূর্ণতা কিছু থাকবেই। এ নিয়ে হা-হুতাশ করলেই যে পূর্ণতা মিলবে এমনটা নয়। জীবন হারায় তার নিজস্ব ছন্দ। তারচেয়ে “বেঁচে আছি”, এই আনন্দ নিয়েই বেঁচে থাকি বরং।
খুব সুন্দর পোস্ট ভাই
তৌহিদ
লেখা পড়ার জন্য ধন্যবাদ আপু। অনুপ্রেরণা পেলাম।
শুভকামনা জানবেন।