একান্তে

মিথুন ২০ ডিসেম্বর ২০১৪, শনিবার, ০৭:৪৫:২৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য

অনেক সময়ের গালফোলানো, ভীর বাসে আচমকা হেসে ওঠা স্মৃতি আমার আজো স্টেশন ময় ঘুরে বেড়ায়। কবেকার সেই হাত এখনো উত্তাপ ছড়ায় আঙ্গুলে, আঙ্গুল থেকে হাতের পাতায়, তারপর ধিরে ধিরে পানিতে মিশে যাওয়া রঙ্গের মতো শরীর থেকে মনে কিংবা মন থেকে শরীরে। আমি ছোট্ট ব্যাঙ্গাচি, উভচর আজো হতে পারিনি। সেই একটি স্বপ্নেই ডুবে ডুবে ভেসে উঠি। ভেবেছিলাম এ পারের কড়ি ওপারে ছুড়ে ঠিক ঠিক ছুঁয়ে দেব তোমার এমন স্বপ্নকেও। তবু ভাবনা এখন লাল টুকটুকে চোখে আল্টিমেটাম দেয়, পেতে চায় হাত। খটখটে দুপুরে সদ্য বৃষ্টিতে ভেসে আসা মাটির গন্ধ নিতে চায় তোমার বুকেই।
কথা কি ছোঁয়া যায়?
ইচ্ছে?
স্বপ্ন?
ফাস্ট রিউইন্ডের মতো
টুপ করে ফিরে এলাম আবার তোমাতেই।
আমার স্ক্রিনে তোমার মেসেজ।
এইতো আমার জলজ্যান্ত তুমি।
জলজ্যান্ত স্বপ্ন।

৪৪৯জন ৪৪৯জন
0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ