
বিজয়ের চাদরটা নর্দমার কীটের ক্ষুধার অন্ন,
সন্তান হারানো মায়ের লোনা জল শকুনের পিপাসা মেটায়।
নারীর সম্ভ্রম, লজ্জা আজ পদদলিত পথের ধূলায়;
সমাজের উঁচুস্তরে স্বাধীনতার কলঙ্কের জয়গান।
ভাই হারানো বোনের দুঃস্বপ্ন গেঁথে আছে হৃদয়ের গহীনে;
বহু ত্যাগের বিনিময়ে অর্জিত পতাকা আজ ধূলার ঝাড়ন।
আহত যোদ্ধা ক্রাচে করে জীবন রসদ খুঁজে বেড়ায়-
শহীদের রক্ত মাটির উর্বরতা বাড়ায় নতুন ফসলের তরে।
আদর্শ, নীতি ধূলিসাৎ হয় শোষকের করাল থাবায়;
স্বাধীনতা মুখ থুবড়ে পড়ে সমাজের অন্ধকার গলিতে।
গণতন্ত্রের মৃত্যু হয়েছে পরাধীনতার আকন্ঠ বিষের তরলে-
অন্ধকারের বাসিন্দা সেজেছে ধর্ষকের বীর্যের অঙ্কুর;
ধর্ষিতার ছিন্নভিন্ন বসন আজ ভেসে বেড়ায় রাষ্ট্রের ছাদে।
পিতার আর্তনাদ অপ্রকাশিত ডায়েরীর পাতায় চিত্রিত;
স্বাধীনতা আজ পোশাকে, ব্যানারে, বিজ্ঞাপনে, ভাষণে –
হৃদয়ের অন্দরে অনুপস্থিত একাত্তরের সে-ই স্বাধীনতা।
ছবি-গুগল
২১টি মন্তব্য
ফয়জুল মহী
বেশ চমৎকার ভাবনায় মনলোভা চয়ন ।
মুগ্ধতা ও ভালো লাগা অপরিসীম ।
সুপর্ণা ফাল্গুনী
প্রথম হবার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা।
অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন নিরন্তর শুভকামনা
বোরহানুল ইসলাম লিটন
হৃদয়ের খেদে অনন্য নিবেদন প্রিয় কবি।
স্বাধীন দেশে যখন পরাধীনতার গ্লানি বহন করতে হয়
তখন এমন খেদ হৃদয়ে জাগারই কথা।
বেশ মুগ্ধতায় শুভেচ্ছা রেখে গেলাম একরাশ।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত ধন্যবাদ কবি। আপনার সুন্দর মন্তব্যে কৃতজ্ঞ।
খেদ তো আর এমনি এমনি আসেনা চারিপাশে যা দেখছি , শুনছি তাতে প্রচন্ড কষ্ট হয়। পাশে থাকুন। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা
আলমগীর সরকার লিটন
বিনম্র শ্রদ্ধা জানাই এবং বিজয় মাসের অনেক শুভেচ্ছা রইল কবি দিদি
সুপর্ণা ফাল্গুনী
আপনার জন্য ও বিজয় মাসের শুভেচ্ছা ও শুভকামনা। ভালো থাকুন সুস্থ থাকুন
ছাইরাছ হেলাল
ক্ষেপে গেলে হবে না-তো, ধৈর্যের মহত্ত হৃদয়ে বাঁধতে হবে!!
সুপর্ণা ফাল্গুনী
কখনো কখনো ধৈর্য্য সুফল আনে না। যেভাবে শুরু হয়েছে চারিপাশে তাতে প্রতিবাদ না করলে ভবিষ্যতের প্রজন্ম আরো বিপথে যাবে, মুক্তিযুদ্ধ শুধু কাগজ-কলমে, আতশবাজি আর ফানুশেই সীমাবদ্ধ থাকবে।
বিজয় দিবসের শুভেচ্ছা ও শুভকামনা
আরজু মুক্তা
এখন উচিত নিজেদের মতো করে দেশকে ভালোবাসা।
সুপর্ণা ফাল্গুনী
সেটাই করতে হবে আপু। যে মুক্তির জন্য প্রায় সাত কোটি লোক একত্রিত হয়েছিলো সেই স্বাধীনতা আজ বিভক্ত হয়ে গেছে। এতো ত্যাগ-তিতিক্ষা সব মিথ্যা হয়ে যাবে! ভালো থাকুন সুস্থ থাকুন
জাহাঙ্গীর আলম অপূর্ব
অসাধারণ কষ্টের কবিতা উপহার দিলেন
শুভকামনা রইল প্রিয়
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই নিয়মিত আমার লেখা পড়ে মন্তব্য করার জন্য। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা
জিসান শা ইকরাম
অনেক ত্যাগে অর্জিত স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে আমাদেরই কলম দিয়ে যুদ্ধ করতে হবে।
বিজয়ের শুভেচ্ছা,
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর বলেছেন দাদা ভাই।
বিজয়ের শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
ভালো থাকুন সুস্থ থাকুন সতত
তৌহিদ
শত ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সম্মান আজ লুণ্ঠিত হচ্ছে আরো একবার। এদের প্রতিহত করতে হবে। বিজয়ের গৌরবগাঁথা কিছুতেই ম্লান হতে পারেনা।
চমৎকার লিখেছেন দিদিভাই। শুভেচ্ছা জানবেন।
সুপর্ণা ফাল্গুনী
হ্যাঁ প্রতিহত করতে হবে কিন্তু যেখানে সরকার আপোষ করতে চায় সেখানে সাধারণ জনগণের কিইবা করার আছে?
একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকবেন ভাইয়া
সাবিনা ইয়াসমিন
রক্তের সমুদ্র পাড় করে স্বাধীনতা এসেছে। যাদের ত্যাগের বিনিময়ে আজ স্বাধীন দেশের পতাকা উড়ছে আমরা যেন তাদের ভুলে না যাই। স্বাধীনতা রক্ষার দায় নিতে হবে আমাদেরই।
চমৎকার কবিতা। বিজয়ের শুভেচ্ছা রইলো 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
কাগজে কলমে মনে রাখলে হবে না আপু। যে অবস্থা দেখছি তাতে করে তো সেই মূল্যায়ন থাকবে না। এখনো অনেক মুক্তিযোদ্ধা বেঁচে আছে, সেই সময়ের ভুক্তোভোগীরা বেঁচে আছে তবুও স্বাধীনতা, মুক্তিযুদ্ধ নিয়ে এমন অনিয়ম, অপমান জনক কর্মকাণ্ড চলছে। ভবিষ্যতে কতটা মূল্যায়ন হবে তাতো বোঝাই যাচ্ছে।
অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা
প্রদীপ চক্রবর্তী
বিজয় এসেছে অনেক ত্যাগ আর তিতিক্ষার বিনিময়ে,
বিজয় এসেছে কত রক্তঝরা শহীদের আত্মবলিদানে।
.
ভালো লিখেছেন, দিদি।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ দাদা।
একরাশ শুভেচ্ছা ও শুভকামনা। শুভ রাত্রি