একাকীর কাল

ছাইরাছ হেলাল ২৭ আগস্ট ২০২১, শুক্রবার, ০৩:৫৫:৩৮অপরাহ্ন অণুগল্প ২০ মন্তব্য

 

স্বেচ্ছা-নির্বাসন, অনেকটা শীতার্তের গুহা বাসের মত; অস্বস্তি;

তবুও স্বস্তির আকাশে ওড়ার কসরত/অভিনয় নেই; পদত্যাগের আঞ্চলিক অভিধান খুলে
জোনাকি ধরার বায়নাক্কা নেই; পুড়তে থাকা উলঙ্গ ছাই, ঘাসের কঙ্কাল, অনাবিষ্কৃত উনুনে
ফেলা যাওয়া হাঁড়িকুড়ি, ক্ষয়ে যাওয়া বিষাদ ত্বক, মাকড়ের জালে ঝুলে থালা নির্বান্ধব অভিমান,
ভাঁজ করে রাখা ভালোবাসা-বাসির অপাঙতেয় চিহ্ন, ছাইয়ের স্তূপ,দংশনের গরল,
আলুথালু অহংকারের অকস্মাৎ বৃষ্টি………

এখনকার একাকীর পুনর্মিলনী-উৎসব-কালে শুধুই অর্থহীন, নির্বিকার অভ্যস্ততায়।

গান ও ছবি নেটের।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ