
শুধুই জেগে থাকা, যতক্ষণ যতটুকু পারা যায় দৃষ্টির নীরব আহ্বানের করুণ সুরে !
নীল আকাশে কালো মেঘের ভেলায়
স্বপ্ন গুলো রয়ে যায় আঁধারে –
স্মৃতির আঙিনায় বাস্তবতার দিন একান্ত গভীরে!
দিন রাত্রি একান্ত একাকীত্ব –
শব্দ হীনতার সূর্যস্ত,
উধাও এ পৃথিবীতে আমি একান্ত একাকীত্ব,
শীতল পরশে প্রস্ফুটিত স্মৃতি গুলো
নিস্তব্ধ আলোর অপেক্ষায়, জেগে রয় অসংখ্য আনন্দ!
শুধুই একাকী বিষন্ন ভগ্নহৃদয়
অণু, নক্ষত্রের বুকে ইচ্ছে উদাসীনতা/ নিষ্ঠুরতা!
১৬টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
রাতের নিস্তব্ধতার মাঝে ঘুম না এলেও স্মৃতিরা ঘিরে থাকে। এর প্রভাব দিনের উপরেও পড়ে। একা, একাকীত্ব মানুষের জীবনকে ছন্দহীন করে দেয়।
নিয়মিত লিখুন দাদা, প্রবাসে ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ কামনা 🌹🌹
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি, কৃতজ্ঞতা,
দিদি কাজের ব্যস্ততায় সব সময় আসতে পারিনি।
আপনার জন্য ও রইল শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর ভাবনার প্রকাশ কবি দা
সঞ্জয় মালাকার
অশেষ ধন্যবাদ দাদা, কৃতজ্ঞতা সহ মন্তব্যে মুগ্ধতা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
অসাধারণ লিখেছেন কবিতা খানি
শুভকামনা রইল প্রিয় কবি
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি, কৃতজ্ঞতা সহ মন্তব্যে মুগ্ধতা।
শুভ কামনা রইলো সব সময়।
আরজু মুক্তা
নিস্তব্ধ আকাশের দিকে তাকালে মাঝে মাঝে এমন মনে হয়। নিজেকে বিরান ভূমিতে বড় একা লাগে।
শুভকামনা
সঞ্জয় মালাকার
হু, ঠিক বলেছেন দিদি,
অশেষ ধন্যবাদ প্রিয় দিদি, কৃতজ্ঞতা ও মুগ্ধতা,
আপনার জন্য ও অনেক অনেক শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
বাস্তবতাই একদিন স্মৃতি হয়ে যায় কারন অতীতে ঘটে যাওয়া ঘটনা বাস্তব। বাস্তব মানেই সত্যি, অকল্পিত, প্রকৃত, আসল। তাই স্মৃতি গুলো একাকীত্বে, রাতের আঁধারে হানা দেয় মনের আঙ্গিনায়। চমৎকার কবিতা। অনেক অনেক দিন পর আপনার লেখা পড়লাম। খুব ভালো লাগলো। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা। ভালো থাকুন অবিরত
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ প্রিয় দিদি, কৃতজ্ঞতা ও মুগ্ধতা,
ঠিকই বলেছেন দিদি, বাস্তবতাই একদিন স্মৃতি হয়ে যায়, স্মৃতি গুলো একাকীত্বে, রাতের আঁধারে হানা দেয় মনের আঙ্গিনায়।
দিদি কাজের ব্যস্ততায় আসতে পারিনি, তবে এখন থেকে প্রতিদিন আসার চেষ্টা করবো।
ভালো থাকবেন দিদি শুভ কামনা রইলো।
প্রদীপ চক্রবর্তী
একাকীত্ব অনেককিছু শিখিয়ে দেয়।
যথার্থ অনুভবে লেখনী, দাদা।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দাদা, কৃতজ্ঞতা ও মুগ্ধতা,
শুভ কামনা রইল সব সময়।
শামীম চৌধুরী
একাকীত্ব জীবনের একটা অংশ।
সুন্দর কবিতা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা, কৃতজ্ঞতা ও মুগ্ধতা,
ভালো থাকবেন সব সময় শুভ কামনা রইল।
জিসান শা ইকরাম
কবিতা ভালো লেগেছে দাদা,
অনেক দিন পরে লিখলেন।
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা, কৃতজ্ঞতা ও মুগ্ধতা।
দাদা, কাজের ব্যস্ততায় ব্লগে আসতে পারিনি,
তবে এখন থেকে ব্লগে আসার চেষ্টা করবো।
ভালো থাকবেনা দাদা শুভ কামনা।