একাকীত্ব

সঞ্জয় মালাকার ২৪ নভেম্বর ২০২০, মঙ্গলবার, ০২:৩৩:৫৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

 

 

শুধুই জেগে থাকা, যতক্ষণ যতটুকু পারা যায় দৃষ্টির নীরব আহ্বানের করুণ সুরে ! 

নীল আকাশে কালো মেঘের ভেলায়

স্বপ্ন গুলো রয়ে যায় আঁধারে –

স্মৃতির আঙিনায় বাস্তবতার দিন একান্ত গভীরে! 

 

দিন রাত্রি একান্ত একাকীত্ব –

শব্দ হীনতার সূর্যস্ত, 

উধাও এ পৃথিবীতে আমি একান্ত একাকীত্ব,

শীতল পরশে প্রস্ফুটিত স্মৃতি গুলো 

নিস্তব্ধ আলোর অপেক্ষায়, জেগে রয় অসংখ্য আনন্দ! 

 

শুধুই একাকী বিষন্ন ভগ্নহৃদয় 

অণু, নক্ষত্রের বুকে ইচ্ছে উদাসীনতা/ নিষ্ঠুরতা! 

 

৮২৩জন ৭১৯জন
18 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ