
চার দেয়ালের একাকীত্বে ছুঁয়ে যায়
আলপনার অধর
উষ্ণতা মেলে শরতের কাঁশ ফুলে
শুভ্র ভালবাসার চাদর ।
দ্বিপ্রহরে ভাসা মেঘ, নীলিমার খোঁজে
ছুটে দলে দলে
ঠাঁই খোঁজে চাতক, তপ্ত মরুর বুকে
ভালবাসার আঁচলে ।
গোধুলীর সাঝ সাঝ, ঘরে ফেরার টান
আঁধারে গেছে ছেয়ে
আলপনার ঠোটে চুমু রেখে, হিসাব কষি
কি হারিয়েছি, কি আছি পেয়ে ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ২১/০৯/১৯
ঢাকা
১৪টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাময়———-
কামরুল ইসলাম
ধন্যবাদ
সুপর্ণা ফাল্গুনী
একাকীত্বের ছোঁয়া লেগেছে যার জীবনে সে এমন করেই হিসেব কষে কি হারিয়েছি, কি পেয়েছি। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু
অনেক শুভ কামনা
রেজওয়ানা কবির
একাকীত্বের জ্বালা বড় জ্বালা,জীবনে কি হারিয়েছি,কি পেয়েছি এর হিসাব কষা আরো কষ্টকর।ভালো লিখেছেন।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
ফয়জুল মহী
অত্যন্ত মনোমুগ্ধকর।
কামরুল ইসলাম
ধন্যবাদ
সুরাইয়া পারভীন
একাকীত্বের যন্ত্রণা পেলে
মানুষ নিজের চাওয়া পাওয়ার
হিসেবের খাতা খোলে বৈকি!
সুন্দর লিখেছেন
ভালো থাকুন সবসময়
কামরুল ইসলাম
ধন্যবাদ
আরজু মুক্তা
এতো কষ্ট কেনো ভালোবাসায়!
ভালো লাগলো কবিতা
কামরুল ইসলাম
ধন্যবাদ
শামীম চৌধুরী
কবি হিসেব কষে লাভ ক্ষতি কি পেল জানতে মন চায়।
ভাল লাগলো কবিতাটি।
কামরুল ইসলাম
লাভ ক্ষতির হিসাবে গড়মিল,
ধন্যবাদ ভাই