একলা সময়…//

বন্যা লিপি ১৮ নভেম্বর ২০২০, বুধবার, ১২:০২:০৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৫ মন্তব্য

মাঝরাতের কার্নিশে কতগুলো ঝিঁঝিপোকার চলে অহর্নিশ বিতন্ডা।

অকাতরে অপেক্ষারা তাকিয়ে থেকে থেকে

ঘোলা জলে সাঁতার কাটে

ফুলকোছাড়া মাছেরা।

দাওয়ার পাশেই লক্ষীছাড়া পেঁচা ডাকতে থাকে ভয় ধরাতে।

নিঃশব্দের জঘনে সরীসৃপ হেঁটে হেঁটে পায়চারি করে শিরাউপশিরা বেয়ে;

জানলার শিক গলে চলে যায় দৃষ্টি দূর পাহাড়ের জঙ্গলে, শহরের পথ গিয়ে মিশেছে যেখানে সঙ্গোপনে।

কুহকী গুহার আভ্যন্তরিন প্রকোষ্ঠে সন্যাস নেয়া কালো হরফের কতগুলো অবয়ব হাতড়ে হাতড়ে স্বপ্ন টুটে যায় খোলা চোখের আলোয়।

আকাশ থেকে ডাক আসে, এখানে ব্যস্ততার চেয়ার-টেবিল খালি নেই, কাপ্লেটে ঠান্ডা হাওয়া জমে বরফ হয়ে আছে।

সুতো ছেঁড়া ঘুড়িটার রঙিন কাগজ ভাঁজ হয়ে আছে সটানে উড়বার প্রতীক্ষায়.....

কত মাঝরাত ভোর হয়ে গেলো নস্টালজিয়ায় ধুঁকে ধুঁকে!

একটা দাঁড়টানা নৌকো বড্ড একলা পরে আছে সময়ের ঘাটে......।

 

ছবি- সংগ্রহিত।

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ