একলা প্রহর

কামরুল ইসলাম ১৯ মে ২০২০, মঙ্গলবার, ১১:৩০:০৬পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য

আমার সারাটা বেলা, একলা প্রহর ~

ছায়ায় শীতল, রোদ্র মাখা দুপর ~

শান বাঁধানো,  শান্ত দীঘির ঘাটে ~

কাব্য খেয়ালে,  অলস সময় কাটে  ~

হরেক পাখীর ডাকে,  কাঠাল শাখে  ~

টুনটুনি টা লাফিয়ে বেড়ায়,  পাতার ফাঁকে ফাঁকে ~

মগ্ন থাকি, অবাক দেখি,  প্রকৃতি যায় ছুঁয়ে ~

বেলা শেষে সূর্য্যি মামা, পশ্চিমে যায় নুয়ে ~

সব ফুরালে ও,  ফুরায় না যেনো ~

বুকে জমে,  একাকীত্বের হেনো ~

সন্ধ্যা নামে,  আঁধার ঢাকে  গভীরে ~

নিজেকে হারাই,  নিস্তব্দতার নিবিড়ে ~

রাত্রি জাগি,  জোছনা মাখি,  আশায় বাঁধি বুক ~

একলা প্রহর,  ঘুমন্ত শহর,  অজানা উৎসুক ~

চাঁদের বুড়ি,  স্বপ্ন জাগায়,  সবই যেন ধোঁকা ~

মরিচিকার আলো জ্বালে, রাত বিবাগী জোনাক পোকা  ~

শুকতারাতে প্রাণ ভরাতে,  রয় না কেউ পাশে ~

একলা প্রহর কাটে আমার,  বুক ভরা নিঃশ্বাসে  ।।

 

রচনা কাল ঃ ১৯/০৫/২০২০

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ