একলা দুপুর

সুরাইয়া পারভীন ১৭ জুলাই ২০২০, শুক্রবার, ০৯:৩৯:১৪অপরাহ্ন একান্ত অনুভূতি ২৯ মন্তব্য

কাক ডাকা এই দুপুরবেলা;
একাকী কার কথা ঐ ভাবছি,
ভাবছি বসে মনে মনে আনমনে!
হৃদয় পানে কার ছবি ঐ আঁকছি!

সে কী চৈত্রের খাঁ খাঁ দুপুর?
বিবর্ণ বিকেল,
ধূসর গোধূলি,
সন্ধ্যা রাতের প্রদীপ,
দূরাকাশের তারা,
নাকি মধ্যরাতের মায়াবী চাঁদ!

সে কী শান্ত দিঘীর জল?
সমুদ্রের উন্মত্ত ঢেউ,
রামধনুর সাত রঙ,
নাকি উড়ন্ত আর দুরন্ত গাঙচিল!

সে কী আঁধার মানিক?
মিষ্টি মধুর গান শোনানো ঝিঁঝিঁ,
টাপুর টুপুর বৃষ্টির নূপুর,
নাকি শরৎ পাতে স্নিগ্ধ শিশির!

রচনাকাল-১৭/৭/২০১৯

0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ