
সেদিন একটা গোলাপের চারা লেগেছিলে
আমার বড্ড হিংসা হচ্ছিল; তোমার গোলাপ
কত সুন্দর ভাবে ফুটেছে অথচ আমার গাছে
ফুল ফুটলই না; সাজ দুপুরে কিংবা বিকালে
বেশ ঘ্রাণ নিতাম- তোমার মুচকি মুচকি হাসি
আজও বুঝতে পারিনি! আমার গোলাপে গাছে
ফুল ফুটবে না কেনো ফুটবে না সে কথা আজও
সরিষা ফুলের মতো জানা হয়নি; অপেক্ষাছিলাম
সেটাও বুঝতে পারোনি এখন আমার বাগানে এতটাই
ফুল ফুটেছে, ঘ্রণ নিতে নিতে ঠিক আগের মতো হবে
আসবে কি পায়ে হেঁটে একটু কষ্ট করে না জল বৃষ্টি-
ঝরাতে নয় গোলাপের একমুঠো পাপড়ি ছিটিয়ে দিও।
২৫ ভাদ্র ১৪২৬, ০৯ সেপ্টেম্বর ২০
————————————
১৪টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
সবুরে মেওয়া ফলে
হতাশ হলে কি চলে ?
গোলাপ ফুটবেই।
পাপড়ি ছড়াতে
আসবে কেউ না কেউ।
শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি সুপায়ন দা
চমৎকার বলেছেন অনেক ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
ফয়জুল মহী
সুশোভিত ও সৌন্দর্যময় কথামালা ।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মহী দা
চমৎকার বলেছেন অনেক ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
শামীম চৌধুরী
সব শখ পূরন হতে নেই।
আপাতত গোলাপেপ পাঁপড়িই থাক না পূরন হয়ে।
ভালেবাসা স্বর্গীয়।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি শামীম দা
চমৎকার বলেছেন অনেক ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
সুপর্ণা ফাল্গুনী
যাক ফুল তো ফুটেছে, তখন সেও আসবে পাপড়ি ছড়াতে। ফুল থাকলে ভ্রমর ও আসে নারীও আসে। শুভ কামনা রইলো অহর্নিশি
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি সুপর্ণা দিদি ঠিক কইছেন সে আসবে না আর এলোও আমি তখন দেখতে পাব না
সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
আরজু মুক্তা
শেষের লাইনটা মন কাড়লো।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মুক্তা আপু
চমৎকার বলেছেন অনেক ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
তৌহিদ
অপেক্ষার প্রহর শেষে কন্টাকীর্ণ পথে গোলাপ পাপড়ি কেউ বিছিয়ে দিলে মন্দ হয়না।
আপনি গল্প লিখুন, সমসাময়িক বিষয় নিয়েও লিখুন। লেখার ভিন্নতা আসবে ভাই।
ভালো থাকুন।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি তৌহিদ দা চেষ্টা করব
চমৎকার বলেছেন অনেক ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
রোকসানা খন্দকার রুকু
শেষ লাইনটা সুন্দর।আর জীবনের কিছু অপূর্ণতাই ভালোলাগার উৎস।
শুভ কামনা ভাই।
ভালো থাকবেন।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি রুকু আপু
চমৎকার বলেছেন অনেক ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———