একমুঠো পাপড়ি ছিটিয়ে দিও

আলমগীর সরকার লিটন ৯ সেপ্টেম্বর ২০২০, বুধবার, ১১:০৫:১২পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য

সেদিন একটা গোলাপের চারা লেগেছিলে
আমার বড্ড হিংসা হচ্ছিল; তোমার গোলাপ
কত সুন্দর ভাবে ফুটেছে অথচ আমার গাছে
ফুল ফুটলই না; সাজ দুপুরে কিংবা বিকালে
বেশ ঘ্রাণ নিতাম- তোমার মুচকি মুচকি হাসি
আজও বুঝতে পারিনি! আমার গোলাপে গাছে

ফুল ফুটবে না কেনো ফুটবে না সে কথা আজও
সরিষা ফুলের মতো জানা হয়নি; অপেক্ষাছিলাম
সেটাও বুঝতে পারোনি এখন আমার বাগানে এতটাই
ফুল ফুটেছে, ঘ্রণ নিতে নিতে ঠিক আগের মতো হবে
আসবে কি পায়ে হেঁটে একটু কষ্ট করে না জল বৃষ্টি-
ঝরাতে নয় গোলাপের একমুঠো পাপড়ি ছিটিয়ে দিও।

২৫ ভাদ্র ১৪২৬, ০৯ সেপ্টেম্বর ২০
------------------------------------

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ