একতায় জাগো

আতা স্বপন ১১ জুন ২০২০, বৃহস্পতিবার, ১১:৫২:০৫অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য

ঘুমিয়ে ঐ কেগো নেশার পেয়ালা পিয়ে
লুপ্ত চেতনা স্পন্দনে লাশ যেন জিয়ে।
সত্যের ডেরায় গর্বিত পদচারণে
মিথ্যা একোন অশ্লীল নগ্ন রুপায়নে।
হিংস্রতায় সারাজাহান ছারখার
আঘাতে রক্তাক্ত মানবতা অনিবার ।
জাগো হুংকারে সিংহ সাবক দল
ক্লান্তি ভুলে ভাঙ্গো পাপের এ শৃংখল।
যুদ্ধের দামামা বাজে শুনো দিকে দিকে
জুলুম অবসানে মরন ঘুর্ণিপাকে।
যিহাদের ময়দানে ঝড়াবি কে খুন
ইনসাফি ঝান্ডায় হটাওরে শকুন।
বীর সৈনিক ওগো মুজাহিদ জনতা
ক্রন্দন অশ্রু মুছে ফেল, গড় একতা।

৬১৪জন ৫১৪জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ