একটু ও কী কাঁদবেনা তুমি

দালান জাহান ৮ জুন ২০২০, সোমবার, ১২:০৫:৩৫অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য

 

 

একটু একটু করে মরে যাচ্ছি কাজল

আমার জন্য কী কাঁদবেনা তুমি

ফেলবে না একফোঁটাও জল 

নিদারুণ এই মৃত্যু দিনে কে আর কষ্ট পায়

বেদনার পাথর মাথায় নিয়ে কে 

অতিক্রম করে অশ্রু-সিন্ধু 

মনে রাখে অতীত-বর্তমানের ছল 

গাইয়ার নিঃশ্বাসে দৃশ্যমান দু'টি সাদা ইঁদুর 

হস্তিনী নারীর মতো আগুন বাতাসে  করে কলকল

মরে যাচ্ছি! আমি মরে যাচ্ছি! 

একটু একটু করে মরে যাচ্ছি কাজল। 

 

অইযে দেখো আকাশে দেখো

পৃথিবীর চেয়ে প্রেমময়ী মেয়ে 

মিশরীয় মমি নিয়ে সিতানে কাঁদে 

আজকে সবার বাঁধন খোলা

কে আবার কারে মায়ায় বাঁধে! 

সাপের খোলস ভেঙে বেড়িয়ে আসছে 

আমাদের প্রেম ভালোবাসা মনোবল

মরে যাচ্ছি আমি মরে যাচ্ছি  

একটু একটু করে মরে যাচ্ছি কাজল

আমার জন্য কী কাঁদবেনা তুমি? 

ফেলবে না একফোঁটাও জল! 

 

দালান জাহান 

০৬.০৬.২০

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ