একটুখানি ঘুম

খাদিজাতুল কুবরা ১২ জুলাই ২০২২, মঙ্গলবার, ০১:৩৫:১৩পূর্বাহ্ন কবিতা ১১ মন্তব্য

আজ কেন যেন ঘুম এলোনা,

কারুর আসার কথা ছিল সে-ও এলোনা।

দুঃখ সুখের মুহূর্তরা না বলেই চলে যায়,

রেখে যায় রেশ,

চাঁদের পশরা না সাজলেও মেঘের আড়ালে রয়ে যায় জোছনার টিমটিমে আবেশ!

জেনে গেছে আমার আকাশ, কোথাও চুটিয়ে বৃষ্টি হচ্ছে বেশ!

কানেকানে সেকথা গুনগুনিয়ে বলেছে ঠান্ডা জলীয় বাষ্প!

অকারণে আজ ঘুম পালাল, রাত তার পুরনো অভ্যেসে পিছু ডাকল।

অন্য কোথাও হয়তো নবদম্পতি একে অপরের মান ভাঙাল।

প্রণয় শিখায় নতুন সলতে আলো ছড়ালো!

এভাবেই কেটে যায় বৈষম্যে ভরা জনপদের অজস্র  অব্যাক্ত গল্প।

সব চুলোয় যাক,  ব্লগ উঠা ভাতের মাড় উছলে পড়ুক,

আমার শুধু ঘুম দরকার খুব!

যার আসার কথা ছিল সে-ও কি হলো পথভুলো?

হয়ত সে বইয়ে মুখগুঁজে ঘুুমিয়ে পড়ল, স্বপ্নে হারালো, চোখ মেললে তাঁর রাজকুমারী আড়াল হলো!

অথচ তাঁদের প্রণয়ের সাক্ষী হবে চাঁদ, সেইমত কথা ছিল।

কত কথা হারায় কথার ভাঁজে, নেপথলিন যেমন গলে যায় প্রিয় কাপড়ের মাঝে।

এই সব, মেঘ, বৃষ্টি, ঝড়, আপন পর, সবার উপর সত্য বুকের ভেতর সুখের ঘর!

ভালো থাকুক প্রিয় আমার!

আমার শুধু একটুখানি ঘুম দরকার।

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ