একটি সশস্ত্র আন্দোলনের ডাক

তারাবতী ৯ নভেম্বর ২০১৯, শনিবার, ০৯:৫২:১৮অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য

একটি সশস্ত্র আন্দোলনের ডাক দিতে ইচ্ছে করে
নিজের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে,নিয়মের নামে অনিয়মের বিরুদ্ধে।
নানা রকম অস্ত্রের ঝনঝনানি নয়, নয় কোন গ্রেনেড বোমার বিষ্ফোরণ,
কলমের কালি যুদ্ধের সশস্ত্র উপকরণ,হাতে কলম নিয়ে সামিল হব যুদ্ধে।

আন্দোলনের প্রচন্ডতায় ওরা ভয় পাবে
কেননা ওরা জানে শুধু কি করে মানুষ পিটিয়ে মারতে হয়।
এটা জানেনা কলমও একটি জাতিকে বিজিত করতে পারে
কলমের কালির বর্ণমালাও কখনো কী ভীষন আন্দোলিত হয়।

একজন নূর হোসেন হতে খুব ইচ্ছে করে
যার আত্মত্যাগের বিনিময়ে মিলেছিল নাগরিক ভোটাধিকার।
একটাই জীবন যদি মানুষের স্বার্থ রক্ষায় দিয়ে দিতে হয়
কথা দিচ্ছি একবারও করবনা ভয়াল চিৎকার।

এ আত্মত্যাগে জানি ওরা ভয় পাবে
কেননা ওরা জানে শুধু কি করে রক্তে ভাসাতে হয়।
জানেনা রক্ত-জখম-মৃত্যু একটি জাতিকে তরতাজা যুবকে পরিনত করতে পারে
সমুদ্র সম অন্ধকারের প্রকান্ডতাকে যুবক এক ঢোক গিলে জাগরিত হয়।

আমার খুব বিদ্রোহী নারী হয়ে উঠতে ইচ্ছে করে
যার অগ্নি দৃষ্টিতে ভয় পেয়ে রণভঙ্গ করে পালায় কাপুরুষের দল।
যদি প্রিয়তম পুরুষের ভালবাসাকে ফিরিয়ে দিতে হয়
অশ্রু মুছে বিভিষিকাময় বিরহেও রয়ে যাব অবিচল।

এ আত্মত্যাগ দেখে ওরা তবু ভীত হবে
কেননা ওরা জানে শুধু কি করে দরিদ্র সমাজে লুট করতে হয়।
জানেনা ভালবাসার নির্বাসন একটি জাতিকে নিঃস্বার্থ করতে পারে
অশুভ শক্তি দমনে সে জাতি ছুটে চলে অশ্ব-ক্ষীপ্রতায়।

তারিখ:১০/১১

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ