একটি লেখা

শুন্য শুন্যালয় ৩১ জুলাই ২০১৮, মঙ্গলবার, ০৫:৫৮:৩৩অপরাহ্ন একান্ত অনুভূতি ১৯ মন্তব্য

এক টুকরো মেঘ উড়তে উড়তে ঘুরতে ঘুরতে মিলিয়ে যাচ্ছে। দশে মিলি করি কাজ এর মতো ক্রমশ কালো হয়ে ওঠা হচ্ছেনা, ঝরে পড়া হচ্ছেনা। এই যে মেঘ, পানি, বর্ষা, পৃথিবীতে পানির পরিমান নাকি অপরিবর্তনীয়। অথচ আমার চায়ের পানি অদৃশ্য হয়ে যাচ্ছে, কোথায় গিয়ে মেঘ হয়ে গুটিসুটি মেরে অপেক্ষা করে আমার চায়ের পানি! জন্ম, ফি-জন্ম, পূনর্জন্ম হয়ে ফিরে ফিরে আসে আমার চোখের নোনা পানি, মেঘ, আমার পরিশ্রান্ত শরীরের ঘাম, আমার ঠোঁট পোড়ানো চায়ের পানি।
মিনিটে মৃত্যু আর জন্মের এই আসা যাওয়ায় আমিই কি ফিরে ফিরে আসছি বারবার আমার মেঘের মতো করে! নাকি তারা খসে পড়ার মতো করে অবিরাম খসে খসে পড়ছি, যেখানে শূন্য শূন্যালয়!

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ