একটি ভালবাসার গল্প-১

তির্থক আহসান রুবেল ৯ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার, ১১:২৪:০৯অপরাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য
হাতে পেয়ালা দেখে সুন্দরী
- এ মা আপনি তো মাতাল!
- ভালবেসেছেন কখনো!
- বুঝলাম না!
- মদের চেয়েও বেশী নেশা ভালবাসায়।
- বুঝলাম না!
- কলিজা ছিড়ে ফেলে উপহার দিতে ইচ্ছে করে! কিংবা একটু কন্ঠ শোনার জন্য বা দেখা পাবার জন্য মৃত্যুকে মেনে নিতে পারেন!
- সত্যিই আপনি মাতাল হয়ে গেছেন।
- ভালবাসার চেয়ে বড় মাতলামী আর নেই। যেদিন ভালবাসবেন, টের পাবেন।
- বারবার ভালবাসা বলছেন! সেটা আবার কি! তাও এই যুগে!
- সরি লেডি, আমি ব্যাকডেটেড। ভালবাসা বলতে এখনো বুঝি হার্টবিট বেড়ে যাওয়া। মুখের দিকে তাকাতে না পারা। অপ্রয়োজনে কান্না আসা।
- এটাই কি ভালবাসা?
- ভালবাসা মানে না পাওয়া। ভালবাসা মানে না পাওয়ার যন্ত্রণায় পোড়া। ভালবাসা মানে জীবিত থেকেও মৃত।
-তাহলে ভালবাসার দরকার কি! সবই তো নেগেটিভ!
- দরকার বুঝে ভালবাসা আসে না। ভালবাসা নিজের মতো মেরে ফেলতে আসে।
(চলবে)....
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ