ছি... ছি... ছি... It's a game নোংরা, নর্দমা, দূর্গন্ধ It’s nothing, just a game বাতাসে লাশের গন্ধ কিংবা চোখের সামনে তুমি দুটোই যখন এক সমান ডাস্টবিন, চোখে দূরবীন তুমি ভিনদেশী, পর্যটক নও দূষিত রক্ত, বীজে পুঁজ তুমি শেকরহীন, শিখরে মশগুল তোমার খাবারে রক্ত, জলেতে পুঁজ সন্তানের চোখে ঘৃণা, টিভি পর্দায় পাপ It's a game It's a game যতই হোক চিৎকার আছে দামী বডি স্প্রে গন্ধ বগল ঢাকবার
Thumbnails managed by ThumbPress
৮টি মন্তব্য
বন্যা লিপি
যাস্ট ওয়াও!!!! কী ছোট্ট শব্দতরঙ্গ!! অথচ বিশাল ভাবার্থ।
বাতাসে লাশের গন্ধ কিংবা চোখের সামনে তুমি
দুটোই যখন এক সমান
ডাস্টবিন, চোখে দূরবীন
তুমি ভিনদেশী, পর্যটক নও……
এই লাইন কটা আমি নিলাম। আজ বর্তমানের জিবীত চিত্রে কষে চপেটাঘাত যেন এই উক্তিগুলো।
আরো বেশি লেখেন না কেন?
শুভ প্রার্থনা রইলো।
তির্থক আহসান রুবেল
অনেক অনেক ধন্যবাদ। আসলে এখন লিখিই না বলা যায়। যা যা মাঝেমধ্যে দেই, সবই ৬/৭ বছর আগের লেখা।
মোঃ মজিবর রহমান
খন্ড শব্দমালা কিন্তু ধার অনেক.
তির্থক আহসান রুবেল
ধন্যবাদ
আরজু মুক্তা
ঠিকেই বলছেন। কার্পেটের তলে ধূলো জমাই আমরা।
আধুনিকতার চরম রূপ।
শুভকামনা সবসময়
তির্থক আহসান রুবেল
ধন্যবাদ
ফয়জুল মহী
অতুলনীয় কথামালা।
পাঠে তৃপ্ত হলাম
তির্থক আহসান রুবেল
ধন্যবাদ