একদিন যতটা প্রিয় ছিল পাঠশালা
তেমন জোছনা খুঁজি আজও, এই অবেলায়।

পায়রার ঠোঁটে পাঠানো আমার শেষ চিঠিটা
তোমার হস্তগত হয়েছিল কিনা আজও তা জানা হলনা।
তবুও আক্ষেপ নেই আমার।
তোমার নিষ্পাপ ছবির মধ্যে আমি
এখনো একটা দুরন্ত ভোর দেখি।

তোমাকে অভিবাদনের জন্য যে বৃক্ষগুলো
ঠাই দাঁড়িয়ে থাকতো তোমার আসা যাওয়ার পথে,
আমি এখনও স্বপ্ন কূড়োই সেই জুঁই-বকুলের তলে।

বিদ্যালয় ফেরত তোমার গতিবিধি পর্যবেক্ষণে
সম্ভবত ত্রুটি ছিল বেশ,
তাই আজও জানা হয়নি তোমার গন্তব্যের বিন্দু-বিসর্গ।

তবুও ক্ষুধার্ত মানসপটে এখনো লেপ্টে আছে
তোমাকে ভালবাসার অপূর্ণ আকাঙ্খা।
এখনও হাজারটা অমাবশ্যা পাহারা দেই আমি
নিতান্তই একটা মায়াবী পূর্ণিমার প্রতীক্ষায়।

**---------------------0 0--------------------**

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ