একটি পঁচা নর্দমার কাচ।

মনিরুজ্জামান অনিক ২০ মে ২০২২, শুক্রবার, ১২:৫৮:৩৩পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য

আমি ছিলাম এক সুন্দরী রমনীর বুকের দেয়াল।

আমাকে যত্ম করে তিনবেলা মুছতো সে।

তার সারাদিনের ক্লান্তিময় জীবনের প্রতিটি কথা,

আমাকে এক এক করে শুনাতো।

শুনাতো ভালোবাসার গল্প, বিষমাখা তীরন্দাজের গল্প।

আমি অল্প অল্প করে আমার বুকের সমস্ত 

বালি কনা দিয়ে একটা ছোট্ট মহল বানালাম।

খুলে দিলাম ভালোবাসার সমস্ত দুয়ার।

জমানো ক্ষুদ্র ক্ষুদ্র ভালোবাসা রমনীর পায়ে

অঞ্জলি দিয়ে একটা চিরকুটে লিখেছিলাম –

ভালোবাসার এই উপহারের বিনিময়ে আমি তোমার,

একমাত্র তোমারই হলাম।

 

 

একদিন এক তীব্র ঝড়ে সবকিছু কেমন নিঃশেষ  হলো,

আমি ভেঙে টুকরো টুকরো হলাম।

জানা ছিলোনা, ভেঙে গেলে আমায় বুকে রাখা যায়না।

 

আমাকে ছুঁড়ে ফেলা হলো একটা নর্দমার জলে,

ওরা বলে, আমি নাকি এখন পঁচা নর্দমার এক টুকরো কাচ। সেই হতে নর্দমার জলে ডুবে আছি,

মাঝে মাঝে মনে পড়ে রমনীর কথা,

যার বুকে বুনেছিলাম ভালোবাসার নকশিকাঁথা। 

 

৩১৫জন ২৩০জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ