একটি নক্ষত্রের খসে পড়া

হালিমা আক্তার ২৪ অক্টোবর ২০২১, রবিবার, ১২:৩৭:৫৪পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য

এভাবেই চলে যেতে হয়

আরেকটু দেরি হলে

খুব বেশি ক্ষতি হতো কি!

অনেক কিছু শেখার ছিল

জানার ছিল আরো বাকি,

চলে গেলে তুমি

সবাইকে দিয়ে ফাঁকি।

 

তোমার চলে যাওয়ায়

আঁধার নেমেছে বসুধার বুকে,

প্রজাপতিও উড়তে ভুলে গেছে

কাশফুল পড়েছে নুয়ে,

কলম পড়েছে শোকাবসন

শব্দেরা হারিয়েছে কবিতার খাতা থেকে।

গল্প কবিতার দুয়ারে লেগেছে কপাট

মন ভালো নেই কবি ও কবিতার।

 

আসছে হেমন্তে হবে কি দেখা

নাকি, শীতের ঝরাপতায় ছেয়ে যাবে আকাশ

বসন্তে যদি জেগে ওঠে পলাশ, কৃষ্ণচূড়া

কভু কি আর পাবো কবি ও কবিতার দেখা।

ছবি সংগ্রহ: নেট থেকে।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ