একটি জীবনের গল্প

রেজওয়ানা কবির ১৭ আগস্ট ২০২২, বুধবার, ০৭:১৩:৪২অপরাহ্ন একান্ত অনুভূতি ৮ মন্তব্য

মসজিদে মুয়াজ্জিনের আজান ধ্বনিত হচ্ছে,

ঘাসের শিশিরের টুপটাপ শব্দে পাখিদের ঘুম ভেঙে গেছে,

আকাশের ঐ রক্তিম সূর্যটা উঠবে উঠবে করে আবছাকারে নিমজ্জমান,

খানিক রোদের ঝলসানি ঝিলিক দেয়ার আশায় দূর থেকে হাঁসছে।

বাড়ীর উঠোনে ফুটন্ত দোলনচাপা আর গন্ধরাজের মাদকতায় ভরপুর।

প্রতিদিনের মত আজও আরেকটি সকালের উদয়।

প্রেসার কুকার, আলু সেদ্ধর ঘ্রাণের সাথে কলেজে যাওয়ার তাড়াহুড়ার দিন শেষ।

অপ্রাপ্তি আর বঞ্চনার মূর্ত প্রলাপের দিন আজ আর গুনতে হবে না।

চতুর্দিকে  স্বার্থের দৃষ্টিকোনে নিজেকে আশ্রিত ভাবার অবকাশ আর নেই।

জীবনের পাওয়া না-পাওয়ার উচ্চ বিলাপে চিৎকার করার দিন ও শেষ।

নিঃসঙ্গতার সাথে দিবানিশি দুঃখ কষ্টগুলোর অকারনে বন্ধ খিঁরকিতে কড়া নাড়ার সময় ও শেষ।

শীতলপাটির মতো একেবারে জুড়িয়ে গেল এতদিনের ভাড়া করা সব ক্লান্তি।

ইট -সুরকি -লোহার গ্রিলের ফ্রেমে আটকে থাকা  বন্দিনীর জীবনের অবশেষে  অবসান।

যৌবন পৌঢ়ত্ব বেয়ে এখন শেষ বিকালের দিকে।

পরিযায়ী বাতাসেরা মৃত্যুসনদ হাতে নিয়ে বকুলতলায় ঠায় দাঁড়িয়ে আছে।

তখন ও আমি কল্পনায় তোমার চোখে চোখ মেলাই!

মনে পড়ে ! তোমার আমার ভালবাসার সেই প্রথম দিনগুলো!

ভালোবাসায় বিস্তীর্ন মরুভূমিতে বিস্তারিত হয়েছিল অফুরন্ত আবেগ, আবেদন, আকাঙ্খা, সহমরনীয় প্রেম!

চোখগুলো নিস্তব্ধতায় ঘিরে একাকার,,,

এখনো শুধু তোমায় দেখছি তবে খানিক ঝাপসা!

এবার তবে যাবার পালা!

আর যেন এ নশ্বর পৃথিবীর এ বেলা ও বেলার  সৌন্দর্য্য দেখা হলো না।।।

তোমায় নিয়ে নতুন নতুন গল্প কবিতা লেখা হবে না,

তোমার জন্য অপেক্ষার প্রহর গোনাও হবে না আর কোনদিন।

খেয়ালীপনার এই নিছক তামাশায় জড়ানো জীবন দেখবে এখন বিদায়ের সাঙ্গ খেলা,

চিরবিদায় পৃথিবী।।।

চারপাশে লোকের শোকার্ত চোখ,

আর আওয়াজহীন কান্নায় চুপসে গেছে বারান্দার বাতাসের শুনশান নিরবতা।

লোকে লোকারন্য এ যেন শেষ বিদায়ের শোকের মিছিল।

এই শহরের অলিগলিতে  মাইকে শোকসংবাদ প্রচার।

কিছুক্ষনের মধ্যে কবরে লাশ,শত শত হাতের স্পর্শে মাটির স্তুপ।

তুমি এসেছিলে কি??????

আমার শেষ বিদায়ের ক্ষণে???

হয়ত হ্যা হয়তবা  না!!!!

অবসান হলো একটি জীবনের গল্প।

ছবিঃ নেট থেকে।

৪৮১জন ২৬২জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ